ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। বিগত কয়েক সপ্তাহ যাবৎ তিনি ভর্তি ছিলেন দুবাইয়ের একটি হাসপাতালে। স্থানীয় পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
১১ অগাস্ট, ১৯৪৩ অবিভক্ত ভারতের দিল্লিতে জন্ম তাঁর। লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে পড়াশুনা শেষ করে মুশারফ যোগ দেন পাক সেনাবাহিনীতে। এর পর ধীরে ধীরে পদোন্নতি এবং পরিশেষে দেশের ক্ষমতা দখল করেন তিনি। ১৯৯৯- ২০০৮ পর্যন্ত পারভেজ মুশারফ পাক প্রেসিডেন্টের পদে ক্ষমতাসীন ছিলেন। পরবর্তীতে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হন তিনি এবং ২০১৯ সালে তাঁর মৃত্যুদণ্ডের আদেশ শোনায় আদালত যদিও পরে মৃত্যুদণ্ডের সাজা থেকে অব্যাহতি পান তিনি।
পাকিস্তান সংবাদ মাধ্যম জিও টিভি জানিয়েছে, দুবাইয়ের আমেরিকান হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584