নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মহামারী ভাইরাসের কারণে এই বছর কালী পুজোতে হাইকোর্টের নির্দেশে পোড়ানো যাবে না কোনো বাজি, শব্দবাজি থেকে শুরু করে তারাবাতি। এবার তারই প্রচারে নামল জেলা পুলিশ। শনিবার মেদিনীপুর শহরে কোতোয়ালী থানার পুলিশ মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে মাইকিং করে প্রচার করে, যেকোন ধরণের বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ করার আহ্বান জানান।
পাশাপাশি যারা এইবার তা তোয়াক্কা না করে আইন বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় প্রশাসনের তরফ থেকে। এদিন শহরের সাহাভড়ং বাজারের কয়েকটি বাজি দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু বাজি বাজেয়াপ্ত করে পুলিশ।
এই অভিযানে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, কোতোয়ালী থানার আইসি পার্থ সারথী পাল সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ অফিসাররা। এদিন মাইকিং এর মাধ্যমে জেলা পুলিশের তরফ থেকে জানানো হয় গত দুর্গাপুজো রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে যেরকম ভাবে পালন করা হয়েছে তাতে খুব খুশি হয়েছে রাজ্য প্রশাসন।
আরও পড়ুনঃ রদবদল পূর্ব মেদিনীপুর জেলার বেশকিছু থানার পুলিশ
এবার আগামী দিনের কথা মাথায় রেখে এবং মহামারী ভাইরাস থেকে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে হাইকোর্টের নির্দেশ অনুসারে কোন রকম আতশবাজি পোড়ানো যাবে না। এই কালী পুজোতে তেমনটাই বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584