নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
যিনি সমাজসেবায় সারা জীবন উৎসর্গ করেছেন, এবার সেই সমাজকর্মীর পাশে এসে দাঁড়াল ইসলামপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পদ্মশ্রী প্রাপক সমাজকর্মী করিমুল হকের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। দিলেন পাশে থাকার বার্তা। সহায়তা পেয়ে স্বভাবতই আপ্লুত পদ্মশ্রী প্রাপক।
জলপাইগুড়ি জেলার করিমুল হক নানাভাবে এলাকার মানুষের সেবা করে চলেছেন। সেজন্য ইসলামপুরের সমাজকর্মীদের একাংশ এবার তার পাশে দাঁড়াতে পৌঁছে গেলেন জলপাইগুড়ির বিশিষ্ট সমাজকর্মী পদ্মশ্রী করিমুল হকের বাড়িতে। করিমুলবাবু এলাকায় ‘বাইক অ্যাম্বুলেন্স’ নামে পরিচিত।
শনিবার ইসলামপুরের ‘পাশে আছি’ নামে একটি সমাজকল্যাণ মূলক সংস্থার পক্ষ থেকে পদ্মশ্রী প্রাপকের বাড়িতে যান স্বরূপানন্দ বৈদ্য, রিঙ্কু দেবনাথ, রাধেশ্যাম দে সরকার, মনোতোষ সিনহা সহ বেশ কয়েকজন। সেখানে পৌঁছে করিমুল হকের হাতে চাল সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তুলে দেন তারা, যাতে তিনি অসহায় মানুষদের মধ্যে তা বিলির ব্যবস্থা করতে পারেন।
আরও পড়ুনঃ করোনা আবহে পিছিয়ে গেল রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা
করিমুল হক জানিয়েছেন, ‘এতদূর থেকে এই সহায়তা নিয়ে যারা এসেছেন তারা সত্যিই মানবিক। এনারা সমাজের আসল মানুষ। এই ধরনের সমাজকর্মীদের জন্যই অনেক অসহায় মানুষ বেঁচে থাকে। নররূপে প্রকৃতই নারায়ণের সেবা করা হয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584