সিগনাল বাতি খুলে ফোয়ারা, ভোগান্তি নিত্যযাত্রীদের

0
83

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার ব্যস্ততম শহর ও প্রাণকেন্দ্র গঙ্গারামপুর। এই শহরের চৌমাথা মোড় অর্থাৎ হাইরোডে বহুল টাকা ব্যয়ে একটি সুন্দর ফোয়ারা বসানো হয়েছে যার ফলে সেখানকার ট্রাফিক সিগন্যালের বাতি গুলো খুলে ফেলা হয় প্রায় এক বছরেরও বেশি হলো। কিন্তু এই সিগন্যাল বাতি না থাকার ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী সহ পথচারীরা। তার পাশাপাশি অবাঞ্চিত টোটোদের দৌরাত্ম্যে নাজেহাল সকলে।

passenger are in trouble
নিজস্ব চিত্র

সিগনাল ব্যবস্থা না থাকার ফলে চৌমাথা মোড় থেকে শিববাড়ি রোড ও তপন রোডে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলে বাড়ছে ছোট বড় দুর্ঘটানা। মোড়ের মাথায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার্সরা হাতের ইশারায় সিগনালিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে করতে হিমশিম খাচ্ছেন। আর নিত্য যানজটের ফলে স্কুল, অফিস ও নানান সরকারী কর্মচারী সহ কলেজ পড়ুয়ারাও যানজটের ভোগান্তির শিকার হচ্ছেন।

passenger are in trouble
নিজস্ব চিত্র

এই মোড়ের মাথায় অজস্র দোকান রয়েছে আর সকাল থেকে রাত পর্যন্ত সেই সব দোকানগুলিতে প্রচুর ভীড় হয়। দোকানদারেরা জানান, প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে ব্যবসা করছেন কারন এই সিগন্যাল বাতি না থাকার জন্য যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে আর সেই ভয় তাদের চোখে মুখে স্পষ্ট। সর্বশেষে গঙ্গারামপুর শহরের আবালবৃদ্ধবনিতা ও সমাজের বিভিন্নস্তরের নাগরিকরা অতিসত্বর সিগনাল বাতি বসিয়ে সমস্যা সমাধানের দাবি তুলেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here