নাড্ডার জনসভায় বেসরকারি বাস, দুর্ভোগ নিত্যযাত্রীদের

0
101

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

ভোটের মুখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে মঙ্গলবার ঝাড়গ্রামের লালগড় থেকে রথ যাত্রার সূচনা করতে চলেছে বিজেপি নেতৃত্ব ৷ এদিন লালগড়ের ভিলেজ ময়দানে বিকেলে সভা ও করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ৷

passengers | newsfront.co
অপেক্ষারত নিত্য যাত্রী ৷ নিজস্ব চিত্র

আর তার জেরে মিটিং এ যাওয়ার জন্য ঝাড়গাম জেলা জুড়ে তুলে নেওয়া হয়েছে প্রচুর সংখ্যক বেসরকারি বাস । আর এর জেরে বিপাকে পড়তে হয়েছে সাধারণ নিত্যযাত্রীদের ৷প্রতীক্ষালয়ে, রাস্তার মোড়ে বাসের অপেক্ষায় বসে থাকলেও বাসের দেখা মিলছে না।

আরও পড়ুনঃ বংশীমোড়ে শুভেন্দুর কুশপুতুলে আগুন

কয়েকটি রুটে সরকারী বাস চললেও তাও হাতে গোনা মাত্র। অনেকেই অটো, মালবাহী গাড়ি ভাড়া করে নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছে।এদিন সকালে ঝাড়গাম জেলা শহরের পাঁচমাথা মোড়ে মদপুর থেকে চাষের কাজ সেরে ৩০ জন শ্রমিককে অপেক্ষা করতে দেখা যায় ৷

তাদের মধ্যে একজন শ্রমিক বলেন ” আমরা চাষের কাজের জন্য বাইরে গেছিলাম এখন আমরা বেলপাহাড়ি যাব কিন্তু কোনো বাস না থাকায় দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি, কখন বাড়ি ফিরব, কখন বাস পাব, কিছুই বুঝতে পারছিনা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here