রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
রাস্তা খারাপের দরুন বাস উল্টে জখম যাত্রীরা। ঘটনাটি ঘটেছে, সুতি থানার বহুতালি রাজ্য সড়কের উপর দূর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস।
সোমবার বিকেল নাগাদ রঘুনাথগঞ্জ থেকে বহুতালি গামি একটি বেসরকারী বাস হঠাৎই উল্টে যায় রাস্তার এক পাশে। বাস উল্টে আহত হয় প্রায় ১২ জন যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন থেকেই চলছে রাস্তা সারাইয়ের কাজ। সেই কারনে কোথাও কোথাও গর্ত হয়ে রয়েছে। আর সেই কারনেই গর্ত পাশ করতে গিয়েই ঘটে বিপত্তি।
আরও পড়ুনঃ নন্দনপুর কাণ্ডের মূল অভিযুক্তর জামিনের বিরোধিতা করে ধরনা
বাসের পিছনে আসা বেশ কিছু ব্যক্তি, এলাকাবাসী তৎক্ষনাৎ বাসের কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে দেয়। সুতি থানায় খবর দিলে পুলিশ সেখানে এসে উপস্থিত হয়।
হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স এসে উদ্ধার করা যাত্রীদের গোকর্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সকলেই এই মুহূর্তে চিকিৎসাধীন। তবে জানা যায় দুজনের অবস্থা আশংকাজনক। আহত ব্যাক্তিরা বহুতালি প্রাথমিক হাসপাতালে ভর্তি রয়েছে। আবার অনেককে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584