সুদীপ পাল, বর্ধমানঃ
দুর্গাপুর এবং বাঁকুড়ার বাসমালিকদের ঝামেলা মেটার কোন চিহ্নই নেই। এই পরিস্থিতিতে আজ বাঁকুড়া জেলার সমস্ত রুটের বাসমালিকরা কর্মবিরতির ডাক দিয়েছেন।
এই ডাকে প্রত্যক্ষ প্রভাব পড়বে দুর্গাপুরের যাত্রীদের। উল্লেখ্য, কয়েকদিন আগে নবদ্বীপ-বাঁকুড়া রুটের একটি বাসের সময়সূচি নিয়ে সমস্যা হয়। এই বাসের মালিক দুর্গাপুরের। দুই পক্ষের বাসমালিকদের অ্যাসোসিয়েশন বেশ কয়েকটি বাস আটকে রাখে। এতে জটিলতা আরও বৃদ্ধি পায়।
আরও পড়ুনঃ ভিডিও এডিট করে অনুব্রতের মেয়েকে তুলে নিয়ে বিয়ের হুমকি নাবালকের
দুর্গাপুর স্টেশনে নেমে বড়জোড় যাবেন আশীষ ঘোষ। তিনি এসে দেখেন বাঁকুড়া যাওয়ার কোন বেসরকারি বাস চলছে না। তিনি জানান, কর্মসূত্রে দিল্লিতে থাকেন। ছুটিতে বাড়ি এসেছেন।
এই ঝামেলা নিয়ে তিনি ওয়াকিবহাল ছিলেন না। বেসরকারি বাস না চললেও অতিরিক্ত সরকারি বাস চালানো হচ্ছে। যদিও যাত্রীদের যা ভিড় তা তুলনায় কম। বাস না পেয়ে ট্রেকারই আপাতত ভরসা যোগাচ্ছে যাত্রীদের। যদিও ভাড়ার হার চড়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584