সুদীপ পাল, বর্ধমানঃ
ব্যান্ডেল-শক্তিগড়ের মাঝে ডাবল লাইনের কাজ চলছে, নন ইন্টারলকিং এর কাজ চলছে রসুলপুর থেকে মেমারিতে। যার জেরে একাধিক ট্রেন বাতিল।
নতুন করে বুধবার থেকে ফের পাওয়ার ব্লক শুরু করল রেল। ৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে তিন ঘন্টা এবং শেষের তিন দিন ১৬, ১৭, ১৮ চারঘন্টা ব্লক নেবে রেল। রাত ১১.১৫ থেকে ২.১৫ মিনিট পর্যন্ত এই ব্লকে একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে।
সেই তালিকায় রয়েছে কবিগুরু এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, মোকামা প্যাসেঞ্জার, রাজগীর প্যাসেঞ্জার ইত্যাদি এবং ১৭ ও ১৮ সেপ্টেম্বর মিথিলা এক্সপ্রেস আপ বাতিল করা হয়েছে। রাতের দিকে লোকাল বাতিলের পাশাপাশি স্বল্প দূরত্বের ট্রেন বাতিল করায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বাতিল প্রক্রিয়া চালু রাখা হয়েছিল।কিন্তু কাজ শেষ না হওয়ায় আবার ট্রেনগুলিকে বাতিল করে সময়সীমা বাড়ালো রেল।
আরও পড়ুনঃ খড়ুর দাদাগিরি, খাবারের খোঁজে উল্টে দিল গাড়ি
যাত্রীরা অভিযোগ করছেন, একের পর এক ট্রেন বাতিল হলেও রেলের তেমন প্রচার না হওয়ায় যাত্রীদের কাছে বিষয়টি অজানা থেকে যাচ্ছে। পুজোর আগে এই হয়রানি অনিচ্ছাকৃত বলে যদিও রেল দাবি করছে। কিন্তু ৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩৬ জোড়া লোকাল ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584