পিয়ালী দাস, বীরভূমঃ
মিথ্যে মামলায় কর্মীদেরকে পুলিশ ফাঁসাচ্ছে এমনই অভিযোগে বিজেপি কর্মীরা বৃহস্পতিবার সিউড়ি বোলপুর রোড অবরোধ করে রাখলো দীর্ঘক্ষন।
বিজেপি কর্মীদের দাবি গ্রামে গ্রামে রাতে পুলিশ গিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে ও মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করছে। তাই দ্রুত সেই সব বিজেপি কর্মীদেরকে ছেড়ে দিতে হবে নইলে অবরোধ চলবেই।
বৃহস্পতিবার সকাল বেলায় প্রথমে সিউড়ি বোলপুরের পুরোন্দপুরে অবরোধ করে বিজেপি কর্মীরা।এরপর পাড়ুইয়ে আবার অবরোধের শামিল হয় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা।প্রায় তিন ঘন্টা সিউড়ি বোলপুর রোড অবরুদ্ধ হয়ে পড়ে।সমস্ত যান চলাচল ব্যাহত হয়ে যায়। যদি ওই তিন ঘন্টার মধ্যে পুলিশের কোথাও দেখা মেলেনি। পুলিশ অবশ্য তাদের সিদ্ধান্তে অনড় ছিল। পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় অবরোধ চলবে চলবে কিন্তু কোনমতেই তাদেরকে ছাড়া যাবে না। সাধারণ মানুষের অসুবিধা কি উপেক্ষা করে কার্যত দাদাগিরি করল বিজেপি।
পারুলিয়া তৃণমূল নেতা শেখ মুশতাক জানান, বিজেপি একটি উচ্ছৃঙ্খল দল তাই এই অবরোধ করে মানুষকে যন্ত্রণা দিচ্ছে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দুর্নীতি নিয়ে রবির বিরুদ্ধে সরব বিজেপি
বীরভূম জেলা বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে মানুষকে কখনো দূর্ভোগে পড়তে হয়। কিন্তু আমাদের উপায় নেই যেভাবে তৃণমূল কংগ্রেসের পদলেহন হয়ে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলায় পাচ্ছে পুলিশ তাতে আমাদের অবরোধ আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584