নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর বালেশ্বর রেললাইনের দাঁতন স্টেশনের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়।
এই সময় ডাউন লাইনে কোনো ট্রেন না থাকায় সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। যান্ত্রিক ত্রুটির কারণে এদিন মালগাড়ির ইঞ্জিনটিকে সাইডিং এ আনা হচ্ছিল । সেসময় এটি লাইনচ্যুত হয়ে যায়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বিজেপি যুব মোর্চার বাইক র্যালি আটকালো পুলিশ
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উদ্ধারকারী দল সহ রেল আধিকারিকরা। এরফলে দীর্ঘক্ষণ খড়্গপুর – বালেশ্বর রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় ট্রেনের যাত্রীদের।
যার ফলে সমস্যায় পড়েন ট্রেন যাত্রীরা। মালগাড়ির ইঞ্জিনটিকে সরানোর জন্য কাজ শুরু করেছে রেলের উদ্ধারকারী টিমের সদস্যরা। তবে এখনও পর্যন্ত লাইনচ্যুত হয়ে যাওয়া মালগাড়ির ইঞ্জিনটিকে সরানো সম্ভব হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584