বেহাল দশা রাস্তার, দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীরা

0
38

শ্যামল রায় বর্ধমান
 
কালনা থেকে কাটোয়া পর্যন্ত সড়ক পথের বেহাল দশা। এতটাই খারাপ অবস্থা যে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। এর ফলে সমস্যায় পড়েছেন গাড়ির চালকরা। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা।

road accident | newsfront.co
প্রতীকী চিত্র

বেশ কয়েকমাস আগে থেকেই কালনা-কাটোয়া রোডের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে লকডাউন চলতে থাকায় কাজের গতি কমে যায় এবং কাজ বন্ধ হয়ে যায়। ফলে রাস্তাটি এখন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যে কোনো সময় বড় দুর্ঘটনার কবলে পড়তে পারেন সাধারন মানুষ এবং যানবাহন চালকরা।

আরও পড়ুনঃ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পঞ্চায়েত সদস্যার বাড়িতে বিক্ষোভ স্থানীয়দের

যদিও মাঝেমধ্যে রাস্তায় তাপ্পি দেওয়ার কাজ করা হয়। কিন্তু এই কাজ বেশি দিন টেকে না।
কালনা থেকে কাটোয়ার মধ্যে পারুলিয়া বাজার, কালেকাতলা, সমুদ্রগড় ধাত্রীগ্রাম পূর্বস্থলী বাজার শ্রীরামপুর বাজার এলাকায় প্রচুর মানুষ বাস করে। রাস্তার বেহাল দশায় নাজেহাল হচ্ছেন যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। বহু যানবাহন চালকরা এই পথ ছেড়ে দিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে উত্তরবঙ্গে যেতে শুরু করেছেন।

যাত্রীদের দাবি, দ্রুত রাস্তা সংস্কার করা না হলে তাদের পক্ষে যাতায়াত করা সমস্যার হয়ে দাঁড়িয়েছে। অফিস-আদালত স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে এই রাস্তা ধরে যেতে হচ্ছে। রাস্তা খারাপ থাকায় গর্ভবতী মহিলাদের গাড়িতে নিয়ে যেতে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

শুধু গর্ভবতী মহিলারা নয়, যেকোনো অসুস্থ রোগীকে নিয়ে যেতে চরম সমস্যার মধ্যে থাকতে হচ্ছে তাদেরকে। তাই দাবি উঠেছে, পুরোপুরি বর্ষা শুরুর আগে রাস্তা সংস্কার করা হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here