যাত্রী বোঝায় বেসরকারি বাসের ইঞ্জিনে আগুন

0
101

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

Passengers loaded private bus engine fire
আগুন।নিজস্ব চিত্র

যাত্রী বোঝায় বেসরকারি বাসের ইঞ্জিনে আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে মালদহ শহরের আইটিআই মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।তবে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে পঞ্চানন্দপুর থেকে মালদায় যাত্রী নিয়ে আসছিল বেসরকারি বাসটি।৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল।মালদহ শহরে ঢোকার মুখে দুপুর বারোটা নাগাদ, ঘটনাটি ঘটেছে,মালদহ শহরের আই টি আই মোড় এলাকায়। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও যাত্রীবোঝাই বেসরকারি বাসটি পঞ্চনন্দপুর থেকে মালদহ শহরের দিকে ঢুকছিল।হঠাৎ করে সেই বাসে ধোঁয়া বেরাতে দেখে বাসের চালক।ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায় বাস যাত্রীদের মধ্যে।প্রাণ ভয়ে সমস্ত যাত্রী বাস থেকে নেমে যায়।বাস থেকে ঘন ধোঁয়া বেড়াতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে মালদা শহরের আই টি আই মোড় এলাকায়।বাসে আগুনের কারণে মালদহ মানিকচক রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং ইংরেজবাজার থানার পুলিশ।দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে হাত দেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও বাসের চালকের অনুমান বাসের ব্যাটারি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা।যদিও ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

Passengers loaded private bus engine fire
নিজস্ব চিত্র

আরও পড়ুন: ডাকাতির পূর্বেই ধৃত পাঁচ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here