নিজস্ব চিত্র,মালদহঃ নির্দিষ্ট সময়ে মালদা টাউন স্টেশনে পৌঁছালেও প্রায় তিন ঘন্টা দেরিতে যাত্রা শুরু করল ডাউন কলকাতা- হলদিবাড়ি ত্রি- সাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস । ট্রেনটি দীর্ঘক্ষন মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে থাকায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
যদিও ট্রেনটির দাঁড়িয়ে থাকার কারণ নিয়ে কোন মন্তব্য করতে রাজী হননি কোন রেল কর্তা। তবে জানা গিয়েছে ফরাক্কা স্টেশনের কাছে লাইন মেরামতির কাজ চলায় মালদা স্টেশনে দাঁড়করানো হয় ট্রেনটি। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময় জানতে না পরলে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। এদিন তারা স্টেশন মাস্টার দীলিপ চৌহানকে ঘিরে বিক্ষোভ শুরু করে। মালদা জিআরপি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অবশেষে প্রায় তিন ঘন্টা দেরিতে চারটা নাগাদ মালদা টাউন স্টেশন ছেড়ে কলকাতার উদ্দেশ্য রওনা দেয় ট্রেনটি।
ফিচার ছবি সংগৃহীত।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584