সুদীপ পাল,বর্ধমান
নদী পেরিয়ে ওপারে যেতে গেলে অনেকখানি নদীগর্ভের ওপর হেঁটে এসে তারপরে নৌকা ধরতে হয়।যাত্রীরা বলছেন, এতে কষ্ট বাড়ে কিন্তু এই কষ্টের কোনো সুরাহা নেই।স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল দামোদরের বুকে থাকা হিজলনা ও বামুনিয়া ফেরিঘাট দুটি বেশ কিছুদিন ধরে বন্ধ। যদিও এই ঘাট দুটি সম্প্রতি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।তবে নৌকায় উঠতে গেলে যাত্রীদের এখানে সমস্যায় পড়তে হয়। হিজলনার বাসিন্দা সুপ্রকাশ পুরকাইত বলেন, বর্ষাকালে দামোদরে জল থাকে ফলে নৌকাগুলি পাড়ে এসে দাঁড়ায় কিন্তু বছরের অন্য সময়ে দামোদরে বুকে সেই ভাবে জল না থাকায় নৌকাগুলি পাড় থেকে অনেকটা দূরে দাঁড়াতে বাধ্য হয়।এতে যাত্রীদের সমস্যা হয়।যাত্রীরা নদীগর্ভে অনেকটা পথ হেঁটে এসে তারপর নৌকা ধরেন।
বাসিন্দাদের বক্তব্য, যদি অস্থায়ী বাঁশের মাচা তৈরি করা যায় তাহলে যাত্রীদের পক্ষে নৌকা ধরতে সুবিধা হয়। নদীগর্ভে বালির ওপর হেঁটে যাওয়া কষ্ট সাধ্যের হয়।তাছাড়া কোনো যানবাহন থাকলে তখন সমস্যা আরো বাড়ে।পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধাড়া বলেন,নদীর ওপর বাঁশের মাচা তৈরি করা নিষিদ্ধ।বর্ষা ছাড়া বছরের অন্য সময় গুলিতেও যাত্রীরা যাতে সহজে নৌকা ধরতে পারেন সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584