আমেদাবাদ: হাসপাতালে ভর্তি রোগী মৃত অবস্থায় পাওয়া গেল বাসস্ট্যান্ডে

0
81

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

হাসপাতালে ভর্তি করোনা রোগীর মৃতদেহ পাওয়া গেল বাসস্ট্যান্ডে। এমন ঘটনা ঘটেছে গুজরাটের আমেদাবাদ সিভিল হাসপাতালে।

সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনের রিপোর্ট অনুযায়ী ১০ ই মে আমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা ৭০ বছর বয়সী গুনবন্ত মাখওয়ানাকে বাসস্ট্যান্ডে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।শুধু তাই নয় তার পরিবারের সদস্যদের কোনও প্রটেকটিভ গিয়ার ছাড়াই তার দেহ নিজে থেকে বয়ে নিয়ে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ।

মৃত ব্যক্তির ছেলে বস্ত্র কারখানার শ্রমিক কীর্তি মাখওয়ানা সংবাদ মাধ্যমকে জানান,”তিন দিন ধরে আমার বাবার শারীরিক অবস্থার কোনো খোঁজ পাইনি। কারণ হাসপাতাল কর্তৃপক্ষ আইসোলেশন বিভাগে ভর্তি করে নেওয়ার পর আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর পুলিশ বাবার মৃতদেহ গতরাত ৩টের সময় ধনীলিমব্ডা বিটিআরএস বাসস্ট্যান্ডের কাছে খুঁজে পেয়ে এসভিপি হাসপাতালে নিয়ে যায়। আমাদের পরিবারের লোকজন পৌঁছাতে পৌঁছাতেই পোস্টমর্টেম হয়ে যায়। তবে এখনও রিপোর্ট আসেনি। তারা জানায় যে আমার বাবা করোনায় মারা গেছেন। কিন্তু কখন কিভাবে কোথায় আমরা জানি না।”

কীর্তি আরও অভিযোগ করেন যে তাঁর বাবার মৃতদেহ আনার জন্য কোন ব্যাগ বা অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি। অন্যদিকে আমেদাবাদ সিভিল হাসপাতালের প্রধান ডঃ এম এম প্রভাকর জানান যে হাসপাতালে ভর্তি থাকার সময় গুনবন্ত মারা যাননি। তাঁকে ১৪ ই মে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:রাজ্যে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১০১, মৃত ৬

নির্দল এমএলএ জিগ্নেশ মেভানি এই ঘটনাকে পুরোপুরি গরিবদের প্রতি চূড়ান্ত অবহেলা  বলে বর্ণনা করেছেন ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here