ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
হাসপাতালে ভর্তি করোনা রোগীর মৃতদেহ পাওয়া গেল বাসস্ট্যান্ডে। এমন ঘটনা ঘটেছে গুজরাটের আমেদাবাদ সিভিল হাসপাতালে।
Bloody what the hell is going on? Gunawant Makwana, a 70 year old Covid-19 patient was admitted at Ahmedabad Civil Hospital on 10th May and now his body is found on the street! Yes, bloody on the street! Mr. Rupani take moral responsibility and step down. This is just criminal. pic.twitter.com/CkgA2GheRz
— Jignesh Mevani (@jigneshmevani80) May 17, 2020
সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনের রিপোর্ট অনুযায়ী ১০ ই মে আমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা ৭০ বছর বয়সী গুনবন্ত মাখওয়ানাকে বাসস্ট্যান্ডে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।শুধু তাই নয় তার পরিবারের সদস্যদের কোনও প্রটেকটিভ গিয়ার ছাড়াই তার দেহ নিজে থেকে বয়ে নিয়ে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ।
মৃত ব্যক্তির ছেলে বস্ত্র কারখানার শ্রমিক কীর্তি মাখওয়ানা সংবাদ মাধ্যমকে জানান,”তিন দিন ধরে আমার বাবার শারীরিক অবস্থার কোনো খোঁজ পাইনি। কারণ হাসপাতাল কর্তৃপক্ষ আইসোলেশন বিভাগে ভর্তি করে নেওয়ার পর আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর পুলিশ বাবার মৃতদেহ গতরাত ৩টের সময় ধনীলিমব্ডা বিটিআরএস বাসস্ট্যান্ডের কাছে খুঁজে পেয়ে এসভিপি হাসপাতালে নিয়ে যায়। আমাদের পরিবারের লোকজন পৌঁছাতে পৌঁছাতেই পোস্টমর্টেম হয়ে যায়। তবে এখনও রিপোর্ট আসেনি। তারা জানায় যে আমার বাবা করোনায় মারা গেছেন। কিন্তু কখন কিভাবে কোথায় আমরা জানি না।”
गुजरात मॉडल ध्वस्त हो चुका है।
गुजरात की स्थिति ऐसी है कि कोरोना के मरीज अस्पताल के बाहर बैठे हैं। उन्हें भगवान के भरोसे छोड़ दिया जा रहा है।
हद्द तो तब हो गयी जब जिस मरीज का अस्पताल में इलाज चल रहा था उसकी लाश 5 दिन बाद बस स्टैंड पर मिलती है।
क्या यही है 'गुजरात मॉडल'? pic.twitter.com/0GIBLOUmoo
— Jignesh Mevani (@jigneshmevani80) May 17, 2020
কীর্তি আরও অভিযোগ করেন যে তাঁর বাবার মৃতদেহ আনার জন্য কোন ব্যাগ বা অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি। অন্যদিকে আমেদাবাদ সিভিল হাসপাতালের প্রধান ডঃ এম এম প্রভাকর জানান যে হাসপাতালে ভর্তি থাকার সময় গুনবন্ত মারা যাননি। তাঁকে ১৪ ই মে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:রাজ্যে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১০১, মৃত ৬
নির্দল এমএলএ জিগ্নেশ মেভানি এই ঘটনাকে পুরোপুরি গরিবদের প্রতি চূড়ান্ত অবহেলা বলে বর্ণনা করেছেন ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584