আগামী ২৬ জুলাই শহরজুড়ে বন্ধ থাকবে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিষেবা, দাবি ভাড়াবৃদ্ধির

0
77

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দেশজুড়ে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। একাধিক মেট্রো শহরেই সেঞ্চুরি ছুঁয়েছে পেট্রোপণ্যের মূল্য। একদিকে করোনার প্রকোপ অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি। এরই প্রতিবাদে ২৬ শে জুলাই শহরজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি। ওইদিন রাস্তায় নামবে না কোনো ট্যাক্সি ও অ্যাপ ক্যাব।

Taxi Strike
প্রতীকী চিত্র

সংগঠনের জানিয়েছে, জ্বালানির দাম ক্রমাগত বেড়েই চলেছে তাই বাড়াতে হবে হলুদ ট্যাক্সির ভাড়া। জ্বালানির এই আকাশছোঁয়া মূল্য নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপই নেয়নি কেন্দ্র সরকার। অপরদিকে, রাজ্য সরকারও কর কমানোর পথে হাঁটছে না কোনোমতেই। যার ফলে নিত্যদিন নতুন রেকর্ড গড়ছে পেট্রল-ডিজেল। তাই আগামী ২৬ জুলাই শহরজুড়ে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি। তাদের দাবি, যেভাবে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে তাতে ভাড়া না বাড়লে ক্যাব বা ট্যাক্সি চালানো যাবে না। এই দাবিতে ধর্মঘটের আগে ১৩ জুলাই লেনিন মূর্তির পাদদেশে একটি জনসভার আয়োজন করেছে তারা।

আরও পড়ুনঃ পুলিশ কর্তার মেয়ের ছবিসহ ইন্টারনেটে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে

উল্লেখ্য, এর আগে বাস ভাড়া বৃদ্ধি করা নিয়ে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমকে আবেদন জানায় বাস মালিক সংগঠন। তবে তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো অবস্থাতেই ভাড়া বৃদ্ধি সম্ভব নয়। এরপর আজ ট্যাক্সির ভাড়া অবিলম্বে বাড়াতে হবে এই আর্জিতে সরব ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি। এর পাশাপাশি অ্যাপ ক্যাব ম্যানেজমেন্টের বিরুদ্ধেও ক্ষোভ উগরেছেন ক্যাব চালকরা। তাঁদের অভিযোগ, নানাভাবে বঞ্চিত করা হচ্ছে চালকদের।

আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটের হোটেলে বিধিনিষেধের বড়াই না করেই রাতভর পার্টি, গ্রেফতার ৩৭

ভাড়াবৃদ্ধির দাবিতে বেশ কয়েকদিন রাস্তায় নামেনি বাস তবে রাজ্যের পরিবহণ মন্ত্রীর কড়া নির্দেশে সুর কিছুটা নরম করে শনিবার থেকে বাস নামানোর কথা জানিয়েছে সংগঠন। এরমধ্যেই ট্যাক্সি ও অ্যাপ ক্যাব ধর্মঘট, ফলত দুর্ভোগের শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here