নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগ, মৃত্যু হল প্রসূতি মায়ের ৷ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা হাসপাতাল চত্বরে ৷
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পদিমা গ্রামের সঞ্জয় দাস তার স্ত্রীকে এগরা মহকুমা হসপিটালে প্রসূতি বিভাগে ভর্তি করান গত ২২ তারিখে। কিন্তু হসপিটালের ডাক্তার প্রসূতিকে দেখার পর বলেন ২৩ তারিখ সিজার করতে হবে। বাড়ির লোকেরা নর্ম্যাল ডেলিভারির জন্য ডাক্তারকে অনুরোধ করলে চেষ্টা করার আশ্বাস দেন ।
কিন্তু গতকাল রাত ১ টা নাগাদ ডেলিভারি টেবিলে নিয়ে যান হাসপাতালের নার্স মৃত প্রসূতি সুচরিতা দাসকে। কিন্তু বাচ্চা প্রসব হওয়ার পর মায়ের ব্লিডিং শুরু হয়। বাড়ির লোকেরা নার্সকে বলেন ব্লিডিং হচ্ছে কিন্তু ডাক্তার আসেনি এমনটাই অভিযোগ সঞ্জয় দাসের। সকাল বেলা ডাক্তার এসে দেখে বলে রেফার করতে হবে। তার আগেই সকাল ১০ টায় মারা যায় প্রসূতি মা সুচরিতা দেবী।
আরও পড়ুনঃ কুসংস্কারের বশবর্তী হয়ে দুই কন্যাকে হত্যা উচ্চশিক্ষিত দম্পতির
এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় গোটা হাসপাতাল চত্বরে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পটাশপুর থানার পুলিশ, অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল সুপার সহ পটাশপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584