সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
চিকিৎসার গাফিলতিতে আবারও রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়দিঘি এলাকায়। গতকাল রাত্রে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে রায়দিঘি নন্দকুমার পুর এলাকার বছর ৪৮এর বাসিন্দা নিদ্রা গায়েন রায়দিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন।
এরপরই রাত দুটো নাগাদ তার স্যালাইন শেষ হয়ে গেলে, পরিবারের লোকজনেরা অনেক ডাকাডাকির পরেও কোন ডাক্তার ও নার্সের খোঁজ পায়নি। এরপরই সকালবেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানান রোগীর মৃত্যু ঘটেছে। আর তা ঘিরেই উত্তেজনা ছড়ায় রায়দিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে রোগীর। ওই রোগীর আত্মীয়রা গভীর রাতে ডাক্তার ও নার্সদের বারে বারে ডেকেও পায়নি। তার জেরে আজ মৃত্যু হয় নন্দকুমার পুর এলাকার বাসিন্দা নিদ্রা গায়েনের। সকাল থেকেই হাসপাতালের গোটা চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবারের লোকেরা।
আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধির চেয়ে লাভ জিহাদ বেশি গুরুত্ব পেল আসানসোলে নরোত্তমের ভাষণে
তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে হাসপাতালকে মোটা টাকা দিয়ে ঢেলে সাজিয়েছে, সেখানে কেন বারে বারে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু ঘটবে। তা নিয়েই প্রশ্ন উঠছে নানা মহলে!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584