শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কিছুদিন আগে মুকুন্দপুর আমরি কাণ্ডে ঐত্রী মামলায় সুবিচার-সহ আর্থিক ক্ষতিপূরণ পেয়েছেন এক মা। এবার মাকে হারিয়ে কিছুটা হলেও সুবিচার পেল তিন সন্তান। সৌজন্যে রাজ্যের হেলথ রেগুলেটরি কমিশন।
চিকিৎসায় গাফিলতির অভিযোগে কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসকে কমিশন নির্দেশ দিয়েছে, মা হারা ওই ৩ জন খুদের নামে তাঁদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ২ মৃতার ৩ সন্তানের নামে মোট ১০ লক্ষ টাকার ডিপোজিটের নির্দেশ দিল রাজ্যের হেলথ রেগুলেটরি কমিশন। না হলে বিধিবদ্ধ পদক্ষেপ নেওয়া হবে ওই হাসপাতালের বিরুদ্ধে।
গত বছর জুলাই মাসে পর পর দুটি বিতর্কিত ঘটনা ঘটে উডল্যান্ডস হাসপাতালে। একদিকে ১২ জুলাই অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দেওয়ার পর মৃত্যু হয়েছিল পৌলোমী সান্যালের। এর ঠিক এক মাসের মাথাতেই ঠিক একই ভাবে মৃত্যু হয় আরও এক মহিলা মৌসুমী দাসের।
আরও পড়ুনঃ ভর্তির দিনেই কলকাতা মেডিক্যালে মৃত্যু হাওড়ার বাসিন্দার, পাঁচদিন বাঁচিয়ে রাখল হাসপাতালের হেল্পলাইন!
এই দুই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন মৃতাদের পরিবার। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ও অভিযুক্তদের শাস্তির দাবিতে দুই পরিবারই দ্বারস্থ হয়েছিল হেলথ রেগুলেটরি কমিশনের। এই দুই ঘটনা খতিয়ে দেখেই এবার নির্দেশ দিয়েছে কমিশন।
৭৪ পাতার সুদীর্ঘ রায়ে কমিশন জানিয়ে দিয়েছে, মৌসুমী দাসের যমজ সন্তানের প্রত্যেক জনকে আড়াই লক্ষ টাকা এবং পৌলমী সান্যালের সন্তানের নামে ৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করতে হবে। ওই সন্তানেরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওই টাকা তুলতে পারবে।
আরও পড়ুনঃ সুবিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ ইছাপুরের তরুণের বাবা-মা, রাজ্যের হলফনামা তলব
ফিক্স ডিপোজিটের জন্য ব্যাঙ্কের যাবতীয় নথিপত্র পৌলমীর স্বামী জয়ন্ত সান্যাল এবং মৌসুমীর স্বামী সুশোভন দাসকে রেগুলেটরি কমিশনের জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্য হেলথ রেগুলেটারি কমিশনের দেওয়া এমন নির্দেশ কার্যত নজিরবিহীন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584