ষষ্ঠ স্থানাধিকারী অরিত্রিকার স্বপ্ন পদার্থবিজ্ঞানী হওয়া

0
383

শ্যামল রায়,পূর্বস্থলী:-

পূর্বস্থলী থানার পারুলিয়া বাজার পাড়ার বাসিন্দা অরিত্রিকা পাল এবছর মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে। তার স্কুলের নাম পারুলিয়া কুলো কামিনী উচ্চবিদ্যালয়। অরিত্রিকা পাল জানালো সে ভবিষ্যতে পদার্থবিজ্ঞানী হতে চায় । পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে গবেষণা করতে চায় ও পদার্থবিজ্ঞানী হবার স্বপ্ন সে দেখছে। সারাদিন পড়াশোনা করতো সে। গৃহ শিক্ষক ছিলেন ৯ জন।
পড়াশোনা করার ফাঁকে ফাঁকে সে পারদর্শী নাচে গানে কবিতা আবৃত্তিতে ও ছবি আঁকায়। একদিকে পড়াশোনা অন্যদিকে এই ধরনের কাজ করতে ভীষণ ভালোবাসে সে। বাবা ও অম্লান পাল পূর্বস্থলীর অন্নদাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অরিত্রিকা পাল ছোটবেলায় এই স্কুলেরই ছাত্রী ছিল সে। অন্নদাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথিন সরকার জানান,” যে প্রাথমিক পাঠদান এই স্কুল থেকেই হয়েছে সেই থেকেই আমরা দেখেছি পড়াশোনায় ভীষণ ভালো ছিল এবং মেধাবী হিসাবে সেই সময় থেকেই ধীরে ধীরে পরিচিতি হতে থাকে। অরিত্রিকা পাল আজ আমাদের কাছে গর্ব।”
মা কাজল পাল লোহাচুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছোটবেলা থেকেই মেয়ের পড়াশুনা দেখে ভেবে নিয়েছিলেন ভবিষ্যৎ ভালো ফলাফল করবে অরিত্রিকা। অরিত্রিকা পড়াশোনা ছাড়া কিছু বোঝেনা। তবে পড়াশোনার ফাঁকে ফাঁকে তার ছবি আঁকা আবৃতি নাচ-গান সমানভাবে চলত।
হাসিখুশি এবং আত্মীয়-পরিজন মা-বাবার সাথে আড্ডা দিতে ভীষণ ভালোবাসে সে। তার নিজস্ব স্কুলেই পড়াশোনা করবে এবং পদার্থবিজ্ঞান নিয়ে বিজ্ঞানী হবার স্বপ্ন সে দেখছে।
তার প্রাপ্ত নম্বর ৬৮৮। অংকে ১০০পেয়েছে ,বাংলায়৯৫, ইংরাজি ৯৭ ,ভৌতবিজ্ঞান৯৯ জীবনবিজ্ঞানে  ৯৮ ,ইতিহাসে  ৯৭ ,ও ভূগোলে ৯৮পেয়েছে ।
পারুলিয়া কুলো কামিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা স্থানীয় বিধায়ক। তিনি জানালেন যে এই ” অরিত্রিকা পাল আমাদের বাংলার গর্ব। অরিত্রিকা বাংলার শিক্ষাজগতে মাধ্যমিকে ভালো ফলাফল করে আমাদের এলাকার সুনাম আরো বৃদ্ধি করল।”

সহ-শিক্ষক সুব্রত সামন্ত জানান ,”টেস্ট পরীক্ষায় ভালো নম্বর পেয়েছিল সে তাই আমরা আশাবাদী ছিলাম মাধ্যমিকে দশের মধ্যে থাকবে অরিত্রিকা তাই হয়েছে আমরা ভীষণ খুশি।”
অরিত্রিকা মাধ্যমিকে ভালো ফলাফল করায় এলাকায় খুশির জোয়ার। সবাই ছুটে আসছে তার বাড়িতে। বাড়িতে উৎসবের আমেজ নিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here