নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুরে একই ব্যক্তির দুই জায়গায় দুই রকমের রক্তের গ্রুপ নির্ণয় এর রিপোর্ট নিয়ে সমস্যায় পড়েছেন এক রোগী ও তার পরিজনেরা। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কেরানি তলার বাসিন্দা বেবি খাতুন পেটে টিউমার নিয়ে ভর্তি হয়েছেন স্থানীয় একটি হাসপাতালে।
সেখানে বেসরকারিভাবে রক্তের গ্রুপ নির্ণয় করতে গিয়ে রক্তের গ্রুপ আসে বি নেগেটিভ। কিন্তু সরকারি হাসপাতাল মেদিনীপুর মেডিকেল কলেজে রক্তের গ্রুপ নির্ণয় করতে গেলে গ্রুপ আসে এবি নেগেটিভ। দুই জায়গায় দুই রকম রক্তের গ্রুপ নির্ণয়ের রিপোর্ট আশায় সমস্যায় পড়েছেন রোগী এবং তার পরিজনেরা।
আরও পড়ুনঃ শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত নন্দীগ্রাম,ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় বিজেপি-তৃণমূলের পাল্টা অভিযোগ, বাড়ি-ট্রাক্টর ভাঙচুর দলীয় কর্মীদের
রোগীর বাড়ির লোকের অভিযোগ, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে এবং মেদিনীপুর শহরে চিকিৎসার হাল যদি এরকম হয় তাহলে কোথায় যাবেন সাধারণ মানুষ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এবি নেগেটিভ গ্রুপেই স্ট্যাম্প লাগিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584