সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
মাত্র এক সপ্তাহের ব্যবধান। তার মধ্যেই ফের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঘটলো রোগী নিখোঁজ হওয়ার ঘটনা।
গত সপ্তাহে মেমারির সাতগাছিয়া এলাকার এক রোগী হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছিলেন হঠাৎ। পরিবারের লোকজন হন্যে হয়ে খোঁজ করেন। অবশেষে তিনদিন পর ঐ ব্যক্তির সন্ধান মেলে। বর্ধমান শহরের রাস্তায় রাস্তায় ঘুরছিলেন তিনি।
আরও পড়ুনঃ হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ পঞ্চাশ ছাত্রী
এবার মেমারির পাল্লারোডের এক ভবঘুরেকে অসুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বড়শুল স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে ওই ব্যক্তি তাঁর নাম জানিয়েছিলেন বিমল কুন্ডু। বিমলবাবুকে বড়শুল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বর্ধমান মেডিকেলের রাধারানী ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু তার পরদিন থেকে ওই ব্যক্তিকে আর বেডে দেখতে পাওয়া যাচ্ছে না। হাসপাতালের কর্মীরাও কিছুই জানেন না। বর্ধমান জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিষয়টি নিয়ে।
রাজ্য সরকার প্রতিটি হাসপাতালে নিরাপত্তারক্ষী প্রচুর সংখ্যায় নিয়োগ করেছে, রয়েছে সিসি ক্যামেরা। তারপরেও কিভাবে রোগী হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছেন এই প্রশ্ন তুলছে অনেকেই। হাসপাতালে মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল প্রবীর সেনগুপ্ত ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584