ঝাড়গ্রামে আক্রান্ত চিকিৎসক, প্রতিবাদে বিক্ষোভ

0
44

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রামে করোনায় আক্রান্ত ২৮ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ঝাড়গ্রাম শহরে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো পরিবারের লোকজন ।

people | newsfront.co
অবস্থান বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র
boyes | newsfront.co
এলাকায় উত্তেজনা ৷ নিজস্ব চিত্র

পরিবারের অভিযোগ ডায়েরিয়া এবং জ্বরের উপসর্গ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন ওই যুবক । যুবকের অবস্থার অবনতি হলে পরে তাঁকে গতকাল কোভিড হাসপাতালে আনা হয়। অথচ কোনো কিছুই তার পরিবার কে জানানো হয়নি বলে অভিযোগ করা হয় ।

women | newsfront.co
নিজস্ব চিত্র

গতকাল রাতে সেখানেই মারা যায় ঐ যুবক । তার পরই উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে ।এদিন ঝাড়গ্রাম হাসপাতালে করোনা রোগীর মৃত্যু নিয়ে অবরোধ চলাকালীন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অর্ণাশিস হোতাকে সপাটে চড় মারার অভিযোগ উঠেছে মৃতের মায়ের বিরুদ্ধে ।

আরও পড়ুনঃ বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগে, বালুরঘাট-কুমারগঞ্জ রাজ্য সড়ক অবরোধ

ঘটনার জেরে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে প্ল্যাকার হাতে হাসপাতালের সুপার সহ চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা অবস্থান বিক্ষোভে বসেন। চলছে ধর্নাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here