সাধারণ ওয়ার্ডে করোনা রোগী! চাঞ্চল্য মেদিনীপুর মেডিকেলে

0
92

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ রোগীদের ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীকে রাখায় চাঞ্চল্য দেখা দিল অন্যান্য রোগীর পরিবার পরিজনদের মধ্যে।

midnapore medical college hospital | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে গতকাল সন্ধ্যের সময় ৭০/৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় মেদিনীপুর মেডিকেলের নতুন বিল্ডিংয়ের মেল মেডিকেল ওয়ার্ডে ভর্তি করা হয়, পরবর্তী সময়ে ওই বৃদ্ধ করোনা আক্রান্ত জানতে পারায় ওই ওয়ার্ডের অন্যান্য রোগী ও তাদের পরিবার-পরিজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার মানিকচকে

অভিযোগ, করোনা আক্রান্ত ব্যক্তিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা হাসপাতালের ওয়ার্ড মাস্টার ও সুপারকে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

অবশেষে রবিবার সাধারণ রোগীদের আত্মীয়-পরিজনের বিক্ষোভের জেরে করোনা আক্রান্ত বৃদ্ধকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে অন্যান্য রোগীর পরিবার-পরিজনরা বর্তমান পরিস্থিতিতে হাসপাতালের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা নিয়ে প্রশ্ন তোলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here