নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে । তাই এই মুহূর্তে গোটা বিশ্বে আতংকের আরেক নাম নোভেল করোনা ভাইরাস । ভাইরাস সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায় সোশ্যাল ডিসটেন্স তথা সামাজিক দূরত্ব বজায় রাখা আর বাড়ির বাইরে না বেরোনো ।
সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্য সরকার একাধিক প্রচার চালিয়ে যাচ্ছেন । এবার পথ চিত্রের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করল বাঁকুড়া জেলার পাত্রসায়ের পঞ্চায়েত কর্তৃপক্ষ । পথ লিখনের মধ্য দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে , ” দূরত্ব বজায় রাখুন , সতর্ক থাকুন , বাড়িতে থাকুন ও সুস্থ থাকুন ” ।
আরও পড়ুনঃ খবরের জেরে সাহায্য পেলো বিপ্লবীর নাতনি
পঞ্চায়েতের এহেন উদ্যোগে সাধারণ মানুষ যে আরও বেশি করে সচেতন হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না । যদিও এ বিষয়ে পাত্রসায়ের পঞ্চায়েত প্রধান পূরবী মল্লিক দত্ত বলেন ,”রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবেলায় রাতদিন এক করে কাজ করে চলেছেন আর তার সেই কাজের সঙ্গী হতে এবং সাধারন মানুষদের সচেতন করতে আমরা এই উদ্যোগ নিয়েছি । এর ফলে সাধারণ মানুষ আরও বেশি করে সচেতন হবেন”।করোনা নিয়ে পঞ্চায়েতের এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584