বালুরঘাটে উদ্বাস্তুদের পাট্টা প্রদান

0
84

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুঃ

বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে অন্ততপক্ষে একান্নটি উদ্বাস্তু কলোনির অধিবাসিদের হাতে পাট্টা তুলে দেওয়া হল জেলা প্রশাসনের তরফ থেকে । সেখানে বসবাসকারী মানুষের সংখ্যা অন্ততপক্ষে দুই হাজারেরও বেশি।

patta distribute | newsfront.co
পাট্টা প্রদান ৷ নিজস্ব চিত্র

রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সমস্ত উদ্বাস্তুদের বসবাসকারী জমিতে তাদের নিঃশর্ত পাট্টা দেওয়া হবে। সেই মতো কাজও শুরু হয়েছে জেলায়।বিগত এক বছরে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্বাস্তু কলোনি গুলোতে ৯১৬র বেশি পরিবারকে পাট্টা দেওয়া হয়ে গেছে।

program | newsfront.co
নিজস্ব চিত্র

বাকি যাদের পাট্টা এখনও দেওয়া হয়নি সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তর থেকে এইরকম ৪১ টি উদ্বাস্তু পরিবারের হাতে নিঃশর্ত পাট্টা প্রদান করা হল।

দীর্ঘদিন ধরে বসবাস করলেও নিজের জমির উপর এতদিন অধিকার ছিল না এই মানুষগুলির। পাট্টা হাতে পেয়ে খুশি তারা।

আরও পড়ুনঃ জনসচেতনতা বাড়াতে পথ নিরাপত্তা মাসের সূচনা ডায়মন্ড হারবারে

কোন এক সময় বাংলাদেশ থেকে নিজের জমি- জায়গা ছেড়ে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন কলোনিতে। তারপর কেটে গেছে বহু বছর নিজেদের এক খন্ড জমি পেয়ে খুশি কলোনির বসবাসকারী মানুষ গুলি। ‌

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here