শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কলকাতাকে নতুন করে সাজানোর পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছিল পাটুলির ঝিলে ভাসমান বাজার। যদিও রক্ষণাবেক্ষণের অভাবে আগেই বেশ কিছু নৌকো নষ্ট হচ্ছিল। এবার ঘূর্ণিঝড় আমফানের রাতেই বাইপাস সংলগ্ন ঝিলের উপরে তৈরি অভিনব এই বাজারের ভাসমান নৌকো গুলির বেশিরভাগই ডুবে গেল। কার্যত যেন সলিলসমাধি হল পাটুলির ভাসমান বাজারের।

প্রসঙ্গত, এই নৌকাতেই ওই এলাকায় প্রত্যেক দিন বসত বাজার। এই ভাসমান বাজারেই সবজি, চাল, ডাল মাছ-মাংস, সবই মিলত। কিন্তু আমফান ঝড়ে সব নৌকাগুলি ডুবে যাওয়ায় আর বসছে না বাজার। সমস্যায় পড়েছেন দু’শোর বেশি ব্যবসায়ী। এই নৌকার ভেতরে ব্যবসায়ীরা চাল, ডাল থেকে শুরু করে সব খাদ্যসামগ্রী বিক্রি করেন। এমনকী, ব্যবসার প্রয়োজনীয় জিনিস জমা রাখতেন।
আরও পড়ুনঃ বিনা পরিশ্রমে টাকা নেবেন না! গরিব জ্বরে নয়, মরে খিদের জ্বালায় জানালেন সন্তোষ
নৌকাডুবিতে সবই এখন জলের তলায়। চরম ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।আপাতত সরকারি সাহায্যের অপেক্ষায় এই ব্যবসায়ীরা ৷ তাঁরা চাইছেন সরকার তাঁদের পাশে দাঁড়াক। ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। পাশাপাশি ভাসমান বাজার থেকেও সরে যেতে চাইছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এই বাজারের পাশেই কোথাও বসতে দেওয়া হোক তাদের। প্রশাসন পাশে না দাঁড়ালে বিপদে পড়বেন তাঁরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584