স্যার আব্দুল কালামের প্রয়াণ দিবস এবং অতীশ সিংহের জন্ম জয়ন্তী পালন

0
124

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

প্রখ্যাত বিজ্ঞানী তথা ভারতীয় প্রজাতন্ত্রের একাদশতম রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস ছিল মঙ্গলবার। এই তিরোধান দিবস উপলক্ষে মঙ্গলবার কান্দি রাজ কলেজে এপিজে আব্দুল কালামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলী জানানো হয় কান্দি রাজ কলেজের পক্ষ থেকে।

Missile Man
নিজস্ব চিত্র

অন্যদিকে কান্দি রাজা বাবু তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অতীশ চন্দ্র সিংহের ৮২তম জন্ম বার্ষিকী। এই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে স্বর্গীয় অতিশ চন্দ্র সিংহের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

APJ Abdul Kalam Birth Anniversary
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন কান্দি রাজ কলেজের নবনিযুক্ত অধ্যক্ষা ড. সোমা দত্ত, কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাস, মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি জয়দেব ঘটক সহ কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা। স্যার এপিজে আব্দুল কালামে এবং অতীশ চন্দ্র সিংহের মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয় এবং মহান দুজন ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করা হয়।

Tribute to APJ Abdul Kalam
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ‘রাজ্যে আরও করোনা টিকা লাগবে’, প্রধানমন্ত্রীকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য ভারতীয় প্রজাতন্ত্রের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে,কিন্তু পরে ঘটনাচক্রে রাজনীতিবিদে পরিণত হন। রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপনাস্ত্র মানব বা মিসাইল ম্য়ান অব ইন্ডিয়া বলা হয়। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ৮৪ বছরের দীর্ঘ সফল কর্মজীবনে নিজের অভিজ্ঞতা ও দর্শন থেকে রেখে গেছেন মহামূল্যবান বাণী। যা আমাদের আগামী দিনের চলার পাথেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here