সিমা পুরকাইত,দক্ষিণ চব্বিশ পরগনাঃ
যাত্রা শিল্পকে বাঁচানোর পাশাপাশি যাত্রা শিল্পীদের মান বাড়াতে রাজ্য সরকারের সহায়তায় উদ্যোগ নেওয়া হল ভাতা প্রদানেরও ।
সরিষার গোবিন্দপুর এলাকায় আজ যাত্রা শিল্পীদের সম্মান প্রদান ও সার্টিফিকেট দেওয়া হয় অষ্টমি নাট্য সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রা শিল্পী সংগঠনের সভাপতি মঞ্জিল ব্যানার্জী।
আরও পড়ুন: শিলিগুড়িতে স্ত্রী-সন্তানকে খুন,গ্রেফতার স্বামী
এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন ডায়মন্ড হারবার ২ নং ব্লক সভাপতি অরুময় গায়েন, জেলা পরিষদের সদস্যা ডলি কয়াল ও এলাকার যাত্রাশিল্পীরা।
জানা গেছে আগে ২৫ জন শিল্পী ভাতা পেতেন। এখন ৬০০ জন যাত্রা শিল্পী ভাতা পাচ্ছে। চলতি বছর ডায়মন্ড হারবার মহকুমায় যাত্রা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে জেলার আঠারোটি যাত্রা দল অংশ নেন । সেখানেই প্রথম ও সেরার সেরা পুরস্কার তুলে নেন অষ্টমি যাত্রা অপেরার কুড়ি সদস্য ।
এদিন অষ্টমি যাত্রা অপেরার সভাপতি অরুময় গায়েন বলেন প্রতিভা বাড়াতে নিজেদের সদস্যদের মধ্যে এমন উদ্দ্যোগ নেওয়া হয় ।
যাত্রা শিল্পি তাপস মন্ডল ওরফে সরিষা গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন প্রধান পদের দায়িত্ত পালন করলেও, ধ্যান ঞ্জ্যান একটা অভিনয় করা । এদিন অষ্টমি যাত্রা সংস্থার কলাকুশলিদের নিয়ে চলে গান, অভিনয় পালা, চলে ভুঁড়ি ভোজও।সারা দিনের হৈ হুল্লড়ে শীতের শেষ ইনিংসে মাতলেন শিল্পি মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584