মনিরুল হক,কোচবিহারঃ
ভূমি ও ভুমি সংস্কার এবং উদ্বাস্তু দপ্তরের উদ্যোগে ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেওয়া হল।বুধবার হলদিবাড়ি রবীন্দ্র ভবনে এই পাট্টা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।
এদিনের এই পাট্টা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, জলপাইগুড়ি সাংসদ বিজয় বর্মন, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, কোচবিহার জেলা পরিষদের সদস্য পঙ্কজ ঘোষ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।জানা গেছে, এদিনের এই পাট্টা প্রদান অনুষ্ঠানে মোট ৯৫ জন ভুমিহীনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়।
এদিনের এই পাট্টা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিন পাট্টা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন,ভূমিহীন মানুষদের আশ্রয় দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ উদ্যোগী হয়েছে।
আরও পড়ুনঃ নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে পাট্টা প্রদান
মন্ত্রী আরও বলেন “রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে আজ ৯৫ জনের হাতে পাট্টা তুলে দেওয়া হল। এর আগেও এই মহকুমার অনেক মানুষকে জমির পাট্টা প্রদান করা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। অনুষ্ঠানে রাজ্য সরকারের নানা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584