সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
লোকসভা নির্বাচনের আগে রাজ্যে অন্তত পঞ্চাশ হাজার ভূমিহীন, গৃহহীন পরিবারকে ‘নিজ গৃহ, নিজ ভূমি’ প্রকল্পের আওতায় আনতে চাইছে রাজ্য সরকার।
বাম আমলে চালু করা ‘চাষ ও বসবাসের জন্য ভূমিদান প্রকল্প’ সংশোধন করে বর্তমান সরকার ‘নিজ গৃহ, নিজ ভূমি’ প্রকল্পের সূচনা করে।
আরও পড়ুনঃ আদিবাসী জনগোষ্ঠীর মন ফিরে পেতে জাতীয় শংসাপত্র প্রদান
সুন্দরবনে সাতটি পঞ্চায়েত সমিতির মধ্যে রেকর্ড গড়তে তড়িঘড়ি পথে নামল পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতি। ২০০৮ সালে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতিতে তৃনমূল ক্ষমতায় আসার পর পাট্টা প্রদান শুরু করলেও তা ছিল নগন্য। যদিও পরে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় । ২০১৪ থেকে ২০১৮ মধ্যে পাট্টা পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯০৩ জন।
ফলে আইলা ক্ষতিগ্রস্ত চাষের জমি মালিক ও বসত বাড়ির বাসিন্দারা নিজ গৃহ নিজ ভূমি পেয়ে স্বস্তিতে এখন অনেকেই। আইলার পর সংর্ঘষ বরাবরই লেগে থাকতো পাট্টাহীনদের মধ্যে। ক্ষমতায় আসলে হতাশাগ্রস্ত পরিবারদের হাতে পাট্টা তুলেদেবার কথা দিয়েছিলেন তৎকালিন বিরোধী নেত্রী ও বর্তমানে রাজ্যর মূখ্যমন্ত্রী ।
সেই প্রত্তাশা আজ বাস্তবে রুপ নিল । আগামী দিনে বাকি কাজ তড়িঘড়ি শেষ করার আশ্বাস দেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা । এদিন সরকারী ভাবে পাট্টা তুলেদেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রেজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি ,বনও ভূমির কর্মাদক্ষ, সমসষ্টি উন্নয়ন আধিকারিক,ফলতা বিধান সভার বিধায়ক তমোনাশ ঘোষ, সমাজসেবি কালিপদ প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584