নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ভারতে সন্ত্রাসবাদী হামলা থেকে গতবছরে পুলওয়ামা হামলা ভারত ও পাকিস্তান ক্রিকেটের দ্বিপাক্ষিক টুর্নামেন্ট বহুদিন বন্ধ। বহু দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চেয়ে আবেদন করেছে পিসিবি এবং আদালতে মামলা করে ক্ষতিপূরণও দিয়েছে।
এবার অনেকটাই ঘুরে দাঁড়ালো পিসিবি। সিরিজ হওয়ার সম্ভাবনা কম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানান, যতক্ষণ না দু’দেশের রাজনৈতিক সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া সম্ভব নয়।
আমরা বছরের পর বছর ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ, এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও খেলার কথা বলি কিন্তু বিসিসিআই খেলতে চেয়েও চুক্তি ভঙ্গ করে।
আরও পড়ুনঃ এবার নাইটদের সাপোর্ট স্টাফ তাম্বে
আইসিসি নিয়মে আছে কোনো দেশের সরকার সেই দেশের ক্রিকেট বোর্ডের কাজে নাক গলাতে পারে না, কিন্তু ভারত সেটা মানছে না এটা কষ্টের। আমরা আর কিছু বলবো না দুই দেশের রাজনৈতিক সমস্যা না মিটলে কিছুই করা যাবে না। তবে ক্রিকেট সব কিছু হিংসা মুছে দিতে পারে। এই সময়ে ওদের প্রাক্তন বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়া থাকলে ভালো হতো উনি ক্রিকেটকে সব কিছুর উর্দ্ধে রাখতেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584