কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘ ২৪ বছর পর সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া টিম। আগামী বছর মার্চ-এপ্রিলে পাকিস্তান সফর করবে টিম অস্ট্রেলিয়া। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তান গেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা একথা জানিয়েছেন। ১৯৯৮ সালের পর এই প্রথম পাকিস্তান মাঠে খেলবে ম্যাক্স ওয়েল ও মিচেল স্টার্ক।
২০০৯ সালে শ্রীলঙ্কার জলের উপর উগ্রপন্থী আক্রমণের পর নিরাপত্তার কারণ দেখিয়ে বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ড পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নিয়েছিল। বেশিরভাগ দলই এই সিদ্ধান্তে মেনে চলছিল। ২০১৯ সালে একমাত্র শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তান সফরে টেস্ট ম্যাচ খেলেছে।
PCB has unveiled details of Australia’s tour of Pakistan for the ICC World Test Championship and Super League matches.
COMPLETE details here⤵️https://t.co/6WG6Rb8sDb#PAKvAUS | #HarHaalMainCricket
— PCB Media (@TheRealPCBMedia) November 8, 2021
উল্লেখ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পূর্বে প্রস্তুতি ম্যাচের জন্য নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পাকিস্তান সফর ছিল।কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে কয়েক ঘণ্টা আগে নিউজিল্যান্ড টিম সফর বাতিল করে স্বদেশে ফিরে যায়। একই পথে হাঁটে ইংল্যান্ড। এককথায়, বিনা প্রস্তুতিতে ম্যাচ খেলে পাকিস্তান সংযুক্ত আরব আমিরশাহীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসে এবং বাবর আজমদের দুরন্ত পারফরম্যান্স বিশ্ব ক্রিকেট মহলের সাড়া ফেলে দেয়। পরপর পাঁচটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছায় পাকিস্তান।
আরও পড়ুনঃ টি-২০ ক্রিকেটে অধিনায়কত্বের ইনিংস শেষ বিরাট কোহলির
অস্ট্রেলিয়ার প্রস্তাবিত পাকিস্তান সফরের তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব রয়েছে। প্রথম টেস্ট ৩রা মার্চ করাচিতে, দ্বিতীয় টেস্ট ১২ই মার্চ, তৃতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে ও শেষ টেস্ট ২১শে মার্চ লাহোরে অনুষ্ঠিত হবে। তিনটি টি-টোয়েন্টি ২৯শে, ৩১শে মার্চ ও ২রা এপ্রিল এবং একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ ৫ ই এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর পাকিস্তানি নব প্রজন্মের দর্শকরা অস্ট্রেলিয়া ক্রিকেটারদের ম্যাচ মাঠে বসে স্বচক্ষে দেখতে পাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584