সুবিচারের আশায় দরজায় দরজায় ঘুরছে সাংবাদিকরা! প্রতিবাদে ইস্তফাপত্র দিলেন বি আর গুপ্তা

0
70

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণ রুখতে দেশজুড়ে টানা আড়াই মাস ধরে চলছে লকডাউন। দেশের এহেন পরিস্থিতিতে প্রতিদিন যুদ্ধ তৎপরতার সঙ্গে কাজ করছেন ডাক্তার, নার্স, পুলিশ, স্বাস্থ্যকর্মীরা। আর যাঁদের জন্য আপনারা প্রতি মুহূর্তের করোনা আপডেট বা করোনা আবহে বিভিন্ন প্রান্তে ঘটে চলা নানান ঘটনা ঘরে বসেই জানতে পারছেন তাঁরা হলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতিনিধি।

B R Gupta | newsfront.co
বি আর গুপ্তা। ছবিঃ টুইটার

শুধুমাত্র আপনি যাতে কোনোভাবে সংক্রমিত না হন, বাড়িতে থেকে সবটা আগে থেকেই জেনে যেতে পারেন, সেই কারণে আপনাদের ভালো রাখতে প্রতিদিন রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাংবাদিকরা। আর আজ তাঁরাই সঙ্কটে।

দেশজুড়ে দীর্ঘ আড়াই মাস লকডাউনের কারণে কর্মী ছাঁটাই অব্যাহত। এর বাইরে নেই সংবাদমাধ্যমের কর্মীরাও। এর প্রভাব এবার পড়ল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার দপ্তরে। এই সংস্থার সদস্য পদ থেকে ইস্তফা দিলেন বিখ্যাত সাংবাদিক ও সম্পাদক বি.আর গুপ্তা। তিনি তাঁর ইস্তফাপত্র কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি সি.কে প্রসাদের কাছে পাঠিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ চিনের আগ্রাসনের বিরোধীতা করায় বন্ধ হয়ে গিয়েছিল আমুলের টুইটার অ্যাকাউন্ট

ইস্তফাপত্র পাঠানোর পর পিসিআই সদস্য বি.আর গুপ্তা বলেন, “সংবাদমাধ্যম ও তার কর্মীদের উৎসাহ দেওয়া পিসিআই-এর দয়িত্বের মধ্যে পরে। কিন্তু পিসিআই-এর পক্ষে এইমুহূর্তে তা সম্ভব হচ্ছেনা। বর্তমানে এক সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সাংবাদিকদের কাজের নিশ্চয়তা, সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা এগুলি প্রধানত কাউন্সিলের কাজ। কিন্তু সেগুলো করতে পারছি না, সাংবাদিকদের বেতন কেটে নিতে হচ্ছে, এমন অবস্থা যে ছাঁটাই পর্যন্ত করতে বাধ্য হচ্ছি।

আরও পড়ুনঃ শ্রমিক স্পেশাল ট্রেনে জন্ম শিশুর, নবজাতকের পরিবারকে উপহার দেবে রেল

এই মুহূর্তে কাউন্সিল আর সামগ্রিকভাবে দেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করার জায়গায় নেই। সাংবাদিকরা আজ সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিচারের আশায় দরজায় দরজায় ঘুরছেন। এটা গণতন্ত্রের এক বড় ক্ষতির দিক। যদি আমরা এই মুহূর্তে সাংবাদিকদের পাশে না দাঁড়াতে পারি তাহলে এই কাউন্সিল রেখে আর লাভ কি?”

তিনি আরও বলেন যে, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য নাগরিক ও গণমাধ্যমকে সহায়তার নিরপেক্ষ ভূমিকা ও দায়িত্ব পালন করা তাঁর পক্ষে কঠিন আর সেই কারণেই তিনি বাধ্য হয়ে পিসিআই-এর সদস্য পদ থেকে সরে আসতে ইস্তফা দিয়েছেন। তবে বি.আর গুপ্তা ইস্তফা পত্র এখনও গ্রহণ করা হয়নি বলে জানান প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান বিচারপতি সি.কে প্রসাদ। তিন বছর আগে ২০১৮ সালের ৩০ মে পিসিআই সদস্য পদ গ্রহণ করেছিলেন বি.আর গুপ্তা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here