শ্রমিক স্পেশাল ট্রেনে জন্ম শিশুর, নবজাতকের পরিবারকে উপহার দেবে রেল

0
53

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের জেরেই বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে বহু পরিযায়ী শ্রমিক। ভিনরাজ্যে আটকে থাকা সেইসব শ্রমিকদের ঘরে ফেরাতে পয়লা মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেছে রেলমন্ত্রক।

Shramik special | newsfront.co
প্রতীকী চিত্র

এরপর থেকে বিভিন্ন প্রান্তে ট্রেনের মধ্যে নবজাতকের খোঁজ মিলেছে। সম্প্রতি তিন শিশুর জন্ম হল শ্রমিক স্পেশাল ট্রেনে। আর ট্রেনে শিশুর জন্মকে শুভ লক্ষণ হিসেবে দেখছে রেল মন্ত্রক। জানা গিয়েছে, সেই নবজাতকের উদ্দেশে তার পরিবারকে উপহার দেবে রেল।

আরও পড়ুনঃ দেশের তুলনায় বাংলায় কম বেকারত্বের হার

মন্ত্রক সূত্রে খবর, রেলের ইস্ট-কোস্ট বিভাগের অন্তর্গত বিভিন্ন ট্রেনে তিন জন শিশুর জন্মের খবর মিলেছে। পরবর্তী স্টেশনেই নবজাতক-সহ মাকে নিরাপদ আশ্রয়ে চিকিৎসাধীন করা হয়েছে। সূত্রের খবর, এই তিন শিশুর দু’জনের জন্ম ওড়িশার তিতিলাগড়ে হয়েছে। আর একজনের জন্ম হয়েছে বালনগিরে। ইতিমধ্যে সেই তিন নবজাতকের পরিবারকে রেলের তরফে পাঁচ হাজার টাকা নগদ তুলে দেওয়া হয়েছে। রেলের তরফেই এবার উপহার তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে ঘোষণা করেন ইস্ট-কোস্ট রেলের ডিভিশনাল ম্যানেজার বিদ্যাভূষণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here