সাদিকপুর পঞ্চায়েতে পুষ্টি পরিকল্পনা পত্র জমা দিলেন সিনি ও গ্রামবাসীরা

0
174

নিজস্ব প্রতিনিধি ,মুর্শিদাবাদ:মুশিদাবাদ জেলার সুতি ১ ব্লকের সাদিক পুর গ্রাম পঞ্চায়েতে আজ সিনি ও গ্রাম জন স্বাস্থ্য কমিটির সদস্য সহ গ্রামের সাধারণ মানুষ, কিশোর, কিশোরী, আশা, অঙ্গন ওয়াড়ী কর্মী, স্বাস্থ্য কর্মী স্বনিভর দলের সদস্য সবাই মিলে গ্রাম পঞ্চায়েত প্রধান মহাশয়ের কাছে গ্রামের স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একটা পরিকল্পনা পত্র জমা দেন। পরিকল্পনায় আছে ১০০ শতাংশ গর্ভবতীর হাসপাতালে ডেলিভারি। অপুষ্ট শিশু পুষ্টিকর খাবার দেওয়া, কিশোরী দের জন্য স্যানিটেশন ন্যাপকিন প্রদান, স্বনিভর গোষ্ঠীর সদস্যাদের বিভিন্ন প্রশিক্ষণ এর ব্যবস্থা করা।

নিজস্ব চিত্র

এছাড়া বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনার সভা করা। অঙ্গন ওয়াড়ি কেন্দ্রে বসার ব্যবস্থা করা, বিশুদ্ধ পানীয়জল ইত্যাদ্দি পরিকল্পনাপত্র প্রধান ফরিদা খাতুন মহাশয়ার হাতে তুলে দেন। প্রধান মহাশয়া পরিকল্পনা যাতে রুপায়িত হয় তার জন্য চেষ্টা করবেন বলে জানান। সিনি এই ব্লকে এইচ সিএল প্রকল্পে স্বাস্থ্য, পুষ্টি নিয়ে কাজ করছে। সিনির প্রজেক্ট কো অডিনেটর শ্রীময়ী ভট্টাচার্য বলেন “এলাকায় কাজ করার ফলে অ নেক সমস্যার কথা গ্রামবাসি বলছে যাতে সুষ্ঠু ভাবে সমস্যার সমাধান করা যায় তাই আমরা সবাই মিলে বসে পরিকল্পনা করি আজ গ্রামবাসিরা পরিকল্পনা পত্র প্রধান মহাশয়ের হাতে তুলে দেন। সুতি ১ ব্লকের প্রতিটি ।সিনির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জয়ন্ত চৌধুরী বলেন সিনি জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত গঠনের লক্ষ্যে কাজ করছে সারা মুশিদাবাদ জেলায় গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা জমা দেওয়া এর একটি পদক্ষেপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here