পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ বিধানসভা আসনে উপ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয় এ গেছে সকাল ৭ টায়, চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। সকালে ভোট গ্রহনের আগে মক পোল শুরু হয়েছে সারে ৫ টায়। গত লোকসভা ভোটে মক পোলের সময় ছিল ভোট গ্রহনের একঘণ্টা আগে ৬টায়। এবারে সেই সময় সীমা ৩০ মিঃ বৃদ্ধি করেছে কমিশন।
মক পোল পর্বে জটিলতার জেরে অনেক সময় ভোট গ্রহন শুরুতে দেরি হয় বলে এবারে সময় এগিয়ে আনার সিদ্ধান্ত কমিশনের, এমনি জানা গেছে।
জানা যায়
কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় মোট বুথ আছে ২৭০ টি। মুল ভোট কেন্দ্রের সংখা ২৩২। কালিয়াগঞ্জ ব্লকের ৮ গ্রাম পঞ্চায়েত ও এক পৌরশহর এলাকায় মোট বুথ ২১৫ টি । রায়গঞ্জ ব্লকের অধিনে দুই পঞ্চায়েত এলাকায় মোট বুথ ৫৫ টি। সোমবার সকালে ভোট গ্রহনের আগে রবিবার দুপুর থেকে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় বুথে বুথে পৌছতে শুরু করেছে ভোটকর্মীরা। এই উপ নির্বাচনে ১০০ শতাংশ বুথে ইভিএমের সঙ্গে থাকছে ভিভিপ্যাড। প্রতিটি ভোটার নিজের ভোটদানের বোতাম টেপার পর এই ভিভিপ্যাট যন্ত্রের পর্দায় ভোট কোথায় পড়ল তা দেখতে পাবে। এদিকে বিরোধীরা দাবি জানালেও কালিয়াগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। এখানে সব বুথে বাহিনী দিতে দরকার ছিল ১৬ কোম্পানি বাহিনী। সেখানে মাত্র ৫ কোম্পানি বাহিনী মিলেছে। তার মধ্যে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রায়গঞ্জ এলাকার অতি স্পর্শকাতরতা বুথে রাখা হবে। কালিয়াগঞ্জে এক কোম্পানি মহিলা সহ মোট তিন কোম্পানি বাহিনী সামান্য কিছু বুথে থাকবে।
পুলিশসুত্রে খবর কালিয়াগঞ্জ বিধানসভার প্রায় ৭৫ শতাংশ বুথে ভোট নিরাপত্তায় থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। রবিবার বিকেলের মধ্যে কালিয়াগঞ্জে প্রতি বুথে নিরাপত্তারক্ষী সহ ভোটকর্মীরা পৌছে গেছে। কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় ২৩২ টি ক্যাম্পাসে থাকা ২৭০ বুথের জন্য সেক্টর থাকছে ২৭ টি। সম সংখক পুলিশ ও সিভিল সেক্টর ছারাও এফএসটি ও এসএসটি টিম আছে ৪ টি করে। উপ নির্বাচনে মোট ভোটদাতা আছে দুই লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন। মোট ১০ টি পঞ্চায়েত ও একটি পৌর এলাকা নিয়ে গড়া কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584