মনিরুল হক, কোচবিহারঃ
বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে মাথাভাঙ্গায়।উত্তেজিত জনতা বাস ভাঙচুর করে।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাথাভাঙা শহরের শিববাড়ির মত গুরুত্বপূর্ণ এলাকায় ওই উত্তেজনার সৃষ্টি হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সাথে সাথে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ছুটে আসে দমকল বাহিনীও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫০)। তাঁর বাড়ি মাথাভাঙ্গা থানার অন্তর্গত জোর পাট কি গ্রামে।
জানা গিয়েছে, এদিন এক পথচারী তাঁর স্ত্রীকে নিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মাথাভাঙা- শিলিগুড়ির মধ্যে চালচলকারি একটি বেসরকারি বাস পেছন থেকে এসে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। এভাবে চোখের সামনে স্বামীর দুর্ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী।ফলে অন্যান্য পথচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
আরও পড়ুনঃ হলদিয়ায় দগ্ধ দেহ উদ্ধার, স্তম্ভিত এলাকাবাসী
অনেকই উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে মাথাভাঙা থানার আইসি প্রদীপ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।পরে দমকলের একটি ইঞ্জিন এসে ওই রাস্তায় জল ছিটিয়ে পরিষ্কার করে দেয়।
দুর্ঘটনাস্থল থেকে সামান্য দূরেই মাধ্যমিকের দুটি পরীক্ষা কেন্দ্র ছিল বলে পুলিশ প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট হয়েছিল বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584