অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
পেলে না মারাদোনা কে সেরা! এই তর্ক চিরস্থায়ী মারাদোনা বলেছিলেন তার মা বলতেন তিনিই সেরা অতএব তিনিই সেরা। পেলে কিন্তু এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন বরাবর। কিন্তু রাজপুত্রর সঙ্গে সম্রাটের তুলনা কখনওই ভালোভাবে নিতেন না ফুটবল সম্রাট পেলে। বন্ধুকে হারিয়ে বড়ই একা হয়ে পড়েছেন তিনি।
পেলের দেশ ব্রাজিলে রীতি হল, প্রয়াতকে তাঁর মৃত্যুর ৭ দিন পরে শ্রদ্ধা জানানো হয়। আর ঠিক সেটাই করলেন পেলে। ঠিক এক সপ্তাহ আগে প্রয়াত তার বন্ধু দিয়েগো মারাদোনার জন্য সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা লিখলেন পেলে। যা দেখে ফুটবল প্রেমীরা আবেগপ্রবন হয়ে পড়েছেন।
ইনস্টাগ্রামে মারাদোনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পেলে লেখেন, ‘‘আজ ৭ দিন হয়ে গেল, তুমি নেই। অনেক মানুষ আছেন, যাঁরা সারা জীবন তোমার সঙ্গে আমার তুলনা করে এসেছেন। তুমি একজন জিনিয়াস। বিশ্বকে মাতিয়ে দিয়েছিলে। তোমার পায়ে বল মানেই জাদু। তুমি সত্যিকারের কিংবদন্তি। কেন চলে গেলে এতো তাড়াতাড়ি!
আরও পড়ুনঃ সেই কৃষ্ণলীলাতেই জয়ের হ্যাটট্রিক করল সবুজ মেরুন ব্রিগেড
কিন্তু এসব কিছুর থেকেও বড় কথা হল, আমার কাছে তুমি সবসময় একজন খুব ভাল বন্ধু। তোমার হৃদয়টা অনেক বড়। আমি জানি, যদি আমরা পরস্পরের এই তুলনা না করে যদি একজন আরেকজনকে শ্রদ্ধা করতাম, তাহলে আজ পৃথিবীটা হয়ত আরেকটু সুন্দর হত। তাই আজ আমি বলতে চাই, তুমি অতুলনীয়।
আরও পড়ুনঃ ২৪ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা
তোমার পরিচয় তোমার সততা। তুমি তোমার নিজস্ব অনুকরণীয় ভঙ্গিতে আমাদের ভালবাসতে শিখিয়েছ। সঙ্গে এটাও শিখিয়েছ, যত বেশি সম্ভব আমরা যেন ‘আই লাভ ইউ’ বলতে পারি যেখানে ভেদাভেদ থাকবে না । কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে গেলে যে, আমি আর সেটা তোমাকে বলতে পারিনি। তাই আজ এখানে লিখছি, আই লাভ ইউ, দিয়েগো।
বন্ধু, আমাদের এই গোটা যাত্রার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। কোনও একদিন আকাশে গিয়ে আমরা একই দলে খেলব। আর সেদিন প্রথমবারের জন্য একটাও গোল না করেও আমি আনন্দে লাফিয়ে সেলিব্রেট করব। কারণ, সেদিন আরও একবার তোমাকে আলিঙ্গনের সুযোগ পাব আমি। ভালো থেকো।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584