করোনা আতঙ্কের মধ্যে মালদহে উদ্বেগ বাড়াচ্ছে নদী ভাঙন

0
32

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

করোনা সংক্রমণের আতঙ্কের সঙ্গে মালদহে এবার জুড়েছে নদী ভাঙনের আশঙ্কাও। গঙ্গাতে জল ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। আর সেই নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন কালিয়াচকের বাসিন্দারা।

river bank | newsfront.co
নিজস্ব চিত্র

বর্ষার আগে ভাঙন প্রতিরোধের কাজ শুরু না হলে সামনে বিপদ আসন্ন। কালিয়াচক ৩ নম্বর ব্লকের অধিকাংশ এলাকাই গঙ্গা ভাঙন কবলিত হিসাবে চিহ্নিত। এখানকার বিঘার পর বিঘা জমি, ভিটেমাটি, গ্রাম সব গ্রাস করেছে গঙ্গা।

আরও পড়ুনঃ আর্থিক সঙ্কটে ভুগছেন মাইক শিল্পের কর্মীরা

প্রতিবছর বর্ষার আগে এখানে ভাঙন প্রতিরোধের কাজ হয়। এবছরও ভাঙ্গন প্রতিরোধের কাজের জন্য কোন কাজ হয় নি। তারমধ্যে জেলা জুড়ে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রশাসন এখন করোনা মোকাবিলায় ব্যস্ত।

জেলা সেচ দপ্তর সূত্রের খবর, পারলালপুর থেকে পারঅনুপনগর প্রাথমিক স্কুল পর্যন্ত উজানের দিকে গঙ্গার ভাঙন প্রতিরোধের প্রস্তাব পাঠানো হয়েছে অনেক আগেই। কিন্তু লকডাউনের জেরে সেই প্রস্তাবের অনুমোদন এখনও আসেনি। অনুমোদন এলে লকডাউন বিধি মেনে অগ্রাধিকারে এই কাজ করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here