শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ
ঐতিহ্যবাহী জেলা মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর। আর এই বহরমপুর থেকে কয়েক কিলোমিটার এগিয়ে চুনাখালী মোড়, যেটি মুর্শিদাবাদ বিধানসভা ও লোকসভার অধীনে পড়ে।
কথিত আছে এই চুনাখালী ব্রিটিশ আমলে মুর্শিদাবাদের কালেক্টরি ছিল। বর্তমানে এই চুনাখালী মোড়ের এক বিশেষত্ব হচ্ছে এখন থেকে রাজ্যসড়ক দুইভাগে ভাগ হয়ে গেছে।
একদিকে চলে গেছে একদা বাংলা বিহার ওড়িশার রাজধানী মুর্শিদাবাদ। যেখানে আজও হাজারদুয়ারী প্যালেস, কাটরা মসজিদের মতো স্মৃতিসৌধ ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। অপর রাজ্যসড়কটি গেছে জলঙ্গীর দিকে।
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবা, বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন
বর্তমানে এই চুনাখালী মোড়ের নানান সমস্যায় ভোগেন এলাকাবাসী থেকে নিত্যদিনের যাত্রীরা। যানজট সমস্যা থেকে শুরু করে নেই উপযুক্ত পরিবেশে প্রতীক্ষালয়। অভিযোগ, কয়েক বছর আগে সরকারি আনুকূল্যে একটি নবনির্মিত বাসস্টপ গড়ে উঠলেও নেই কোন গাড়ি দাঁড়াবার উপযুক্ত জায়গা। কার্যত রক্ষণাবেণের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে উঠছে সেটি।
আরও পড়ুনঃ কান্দিতে জল যন্ত্রণা! অল্প বৃষ্টিতেই বাড়ির মধ্যে আসছে জল
এছাড়াও নেই কোন স্থায়ী অটো ও টোটো স্ট্যান্ড। অপরদিকে রাস্তা রক্ষণাবেক্ষনের কাজ মাঝে মাঝে হলেও সেটি সঠিকভাবে হয় না বলে অভিযোগ। আর এর ফলে বৃষ্টিতে রাস্তায় জমে জল, ট্রাফিক পুলিশের ব্যবস্থা না থাকায় প্রতিদিন অফিস টাইমে যানজটের সমস্যা। বর্তমানে এরকম নানা সমস্যায় জর্জরিত চুনাখালী মোড়। কার্যত হাঁপিয়ে উঠেছেন এলাকার মানুষ। উঠছে স্থায়ী সমাধানের দাবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584