সামান্য বৃষ্টিতেই জলমগ্ন সুকান্ত কলোনি, নাজেহাল বাসিন্দারা

0
31

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন বালুরঘাট শহরের সুকান্ত কলোনি। বাসিন্দাদের একমাত্র যাতায়াতের রাস্তা জল কাদায় জর্জরিত। ফলে নাজেহাল অবস্থা এলাকার বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি এলাকা। জনসাধারণের যাতায়াতের একমাত্র রাস্তা জলকাদায় ভরে থাকায় দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের।

drainage problem | newsfront.co
নিজস্ব চিত্র

অভিযোগ, এলাকায় নিকাশি ব্যবস্থা না থাকায় ওই জল ঢুকে পড়ছে বাসিন্দাদের বাড়িতেও। ফলে সকাল বিকেল নিত্য প্রয়োজনীয় কাজে জল কাদার উপর দিয়েই চলাচল করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বিষয়টি জানিয়ে একাধিকবার পুর প্রশাসক থেকে শুরু করে বিদায়ী কাউন্সিলের কাছে দরবার করা হলেও কোনো ফল পাননি বাসিন্দারা। দ্রুত রাস্তা পাকা করে নিকাশি ব্যবস্থার সংস্কারের দাবি করেছেন বাসিন্দারা।

heavy rain | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দা বিশ্বনাথ মহন্ত, অর্চনা দাস এবং পূর্ণিমা কুন্ডুরা জানান, ‘দীর্ঘদিন ধরে এলাকার চলাচলের একমাত্র কাঁচা রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। কোনো নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। চলাচলের অযোগ্য হয়ে ওঠে। এলাকার বাসিন্দাদের বাড়িতেও জল ঢুকে পড়ে। সব মিলিয়ে আমরা চরম সমস্যায় পড়েছি।’

আরও পড়ুনঃ শহিদ সম্মানে তৃণমূলের মৌন মিছিল

এলাকার প্রাক্তন কাউন্সিলর অরিজিৎ চন্দ জানান, ‘রাস্তাটি পুরসভায় হস্তান্তর না হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যার যাতে দ্রুত সমাধান হয় তার জন্য পুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here