দ্রুত লালারস পরীক্ষার দাবিতে স্মারকলিপি ইসলামপুরের বাসিন্দাদের

0
30

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

হটস্পট বা রেড জোন থেকে আসা পরিযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ইসলামপুরে অতি দ্রুত একটি কোভিড হাসপাতাল চালু করতে হবে। এই দাবিতে আন্দোলন শুরু করল নাগরিক সুরক্ষা মঞ্চ।
এই দুই বিষয় সহ বেশ কয়েকটি দাবিতে ইসলামপুরের মহকুমা শাসকের মাধ্যমে জেলা শাসকের কাছে স্মারকলিপি পাঠাল ইসলামপুর নাগরিক সুরক্ষা মঞ্চ।

villagers demanding a new hospital in islampur | newsfront.co
নিজস্ব চিত্র

মঞ্চের অন্যতম কর্মকর্তা মৌনব্রত সরকার এবং মেহেদী হেদায়েতুল্লা জানান, ‘সংশ্লিষ্ট দাবিগুলোর পাশাপাশি জেলা প্রশাসনের কাছে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর জেলায় অতিদ্রুত করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুনঃ টাকা নেই এটিএমে, চরম ভোগান্তিতে ইসলামপুরের বাসিন্দা

ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকায় যেসব জায়গায় করোনার সংক্রমণ ঘটেছে সেই জায়গাগুলোকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করতে হবে। পাশাপাশি এলাকায় যাতে স্বাস্থ্যবিধি বজায় থাকে সে বিষয়ে নজর রাখতে হবে।’ অবিলম্বে উপরিউক্ত দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে মঞ্চের পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here