বধু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামীর কারাদণ্ড

0
96

সুরোজ আলী খান,আরামবাগ :-

বধু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে আরামবাগ আদালতের বিচারক ফটিক চন্দ্র মণ্ডল স্বামী শ্রীকান্ত সিংকে সাজা দিলেন। সংবাদ সূত্রে জানা গিয়েছে, হাওড়া লিলুয়া থানার রামকৃষ্ণ পল্লীতে বাড়ি মিশ্রী লাল গুপ্তার কন্যা সোমার সাথে বিয়ে হয় পুড়শুড়া থানার চিলাডাঙ্গীতে বাড়ি পাঁচু সিংয়ের ছোট ছেলে শ্রীকান্ত সিংয়ের । আরামবাগ আদালতের সরকারি আইনজীবী নব কুমার মজুমদার জানান, বিয়ের পর থেকে সোমার ওপর চলতো শারীরিক ও মানসিক অত্যাচার এবং মারধর। মেয়ে দেখতে কালো বলে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। স্বামী শ্রীকান্ত সিং তার স্ত্রী সোমা কে বলতো, সে মরে গেলে সে আবার বিয়ে করবে। এমনই অবস্থা চলার পর গত ১৮ ই জুন ২০১২ তারিখে গলায় দড়ি দিয়ে মারা যায় সোমা সিং।অভিযোগ শ্রীকান্ত সিং প্রতিদিন কাজ করতে যাওয়ার সময় বাড়ির মধ্যে দরজায় শিকল দিয়ে চাবি দিয়ে যেত। এমনই একদিন চাবি দেওয়া থাকা অবস্থায় গলায় দড়ি নিয়ে মারা যায় সোমা ।

সোমার বাবা মিশ্রী লাল গুপ্তা ১৯ শে জুন ২০১২ তারিখে পুরশুড়া থানায় অভিযোগ দায়ের করেন। ওইদিনই গ্রেপ্তার হয় শ্রীকান্ত সিং । তারপর সে জামিনে মুক্তি পায়। চলতে থাকে মামলা। পুলিশ ঘটনার তদন্ত করে চার্জশিট দেয়এবং পরবর্তী গত আট মাস ধরে এই মামলার শুনানি চলতে থাকে। নয় জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। তারপর গত বুধবার সাক্ষীর ভিত্তিতে মহামান্য অতিরিক্ত দায়রা বিচারক ফটিক চন্দ্র মন্ডল আসামি শ্রীকান্ত সিং কে দোষী সাব্যস্ত করেন এবং বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন। জানা গেছে, ৪৯৮- এ ধারায় দু’বছরের কারাদণ্ড দুই হাজার টাকা জরিমানা , ৩০৬ ধারাতে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here