ভেসে গিয়েছে বাঁশের সাঁকো, থার্মোকলের ভেলায় চলছে পারাপার

0
180

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জলের তোড়ে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের নবনগর কালিবাড়ি এলাকায় মুজনাই নদীর উপর বাঁশের সাঁকো ভেসে গিয়েছে প্রায় সপ্তাহখানেক আগে। তারপরই নিরুপায় হয়ে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তৈরি করেন থার্মোকলের ভেলা।

River | newsfront.co
প্রাণ বাজি রেখে পারাপার। নিজস্ব চিত্র

আর তারপর নদী পারাপারে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ওই থার্মোকলের ভেলা। বিকল্প কোনও ব্যবস্থা না থাকায় বিপজ্জনকভাবে ছোট এই ভেলায় চেপেই মুজনাই নদী পার হতে বাধ্য হচ্ছেন দু’পারের মানুষ।

Biswanath Sarkar | newsfront.co
বিশ্বনাথ সরকার, স্থানীয় বাসিন্দা

ছোট থার্মোকলের ভেলায় মানুষ, মালপত্র, অসংখ্য ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষ প্রতিদিন জীবন জীবিকার তাগিদে প্রাণের ঝুঁকি নিয়েই কোন রকম যাত্রী সুরক্ষা ছাড়াই ওই ভেলা করে পারাপার করেন এখানে। যে কোনও মুহূর্তেই দুর্ঘটনার সম্ভাবনা থাকছে বলে আশঙ্কা অনেকেরই।

আরও পড়ুনঃ দূর্ঘটনায় যুবকের মৃত্যু, ক্ষোভের আগুনে পুড়ল ট্রাক

স্থানীয় এক বাসিন্দা বিশ্বনাথ সরকার বলেন , “যাত্রী সুরক্ষার কোনও ব্যবস্থা নেই এখানে। তিনি আরও বলেন, প্রাণের ঝুঁকি নিয়েই তাঁরা প্রতিদিনই এই ভেলায় সওয়ার হন। বিশেষত বর্ষায় নদীতে যখন প্রচুর জল থাকে তখন সমস্যা আরও তীব্র হয়।“ এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে একটি স্থায়ী পাকা সেতু তৈরী করার দাবী জানিয়েছেন এই নদী পারাপারকারী নিত্যযাত্রীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here