নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে বন্ধ হয়ে রয়েছে রেলের আন্ডারপাস নির্মাণের কাজ ৷ ফলে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। এদিকে এগিয়ে আসছে বর্ষা৷ টানা বৃষ্টিতে মানুষের সমস্যা আরও বাড়বে বলেই মনে করছে সবাই৷
মালদহ শহরের মধ্যে দিয়ে গিয়েছে রেললাইন৷ সেখানেই শহরের ব্যস্ততম এলাকা, রথবাড়িতে রয়েছে একটি রেলগেট৷ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সেই গেটে যানজট লেগেই থাকে ৷ কারণ, ওই লাইন দিয়েই সমস্ত ট্রেন চলাচল করে৷ তাই ওই রেলগেটের নিচে একটি আন্ডারপাস নির্মাণের জন্য অনেকদিন ধরেই দাবি তুলেছিলেন শহরবাসী ৷ মানুষের সেই দাবি পূরণ করতে এগিয়ে আসে ইংরেজবাজার পুরসভা।
আরও পড়ুনঃ বৈশাখীর তান্ডবে করুন অবস্থা বালুরঘাটের
রেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেন পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা। মাস তিনেক আগে কাজে হাত দেয় রেল ৷ বন্ধ করে দেওয়া হয় রেলগেটের দু’পাশের রাস্তা ৷ গেটের ওপারে থাকা পাঁচটি ওয়ার্ডের মানুষকে ঘুরপথে শহরের ভিতরে আসতে হয়৷ রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কাজ শেষ করতে অন্তত আরো এক বছর লাগবে। এখন কাজ পুরোপুরি বন্ধ ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584