বাবলা নদীতে ব্রিজ না থাকায় লোহাদহ ঘাটে ঝুঁকির পারাপার

0
63

জৈদুল সেখ, ভরতপুর:

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত আমলায় গ্রাম পঞ্চায়েতের অধীনের লোহাদহ গ্রামে বাবলা নদীর উপর লোহাদহ ঘাট, আর সেই ঘাটে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের। আমলায় অঞ্চলের লোহাদহ, জোরগাছি, খয়রা, আমলায় সহ আমলায় অঞ্চলের প্রায় ১০টি গ্রামের সঙ্গে রেজিনগর ব্লকের সক্তিপুর পঞ্চায়েতের অধীনে বাজারসো, শক্তিপুর অঞ্চলের প্রায় ১৫ টি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম নদীর উপর দিয়ে নৌকা পারাপার।

লোহাদহ ঘাটে ঝুঁকির পারাপার। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, কেবলমাত্র সাধারণ মানুষ না নিত্যযাত্রীরা নয় নৌকার ওপর দিয়ে ঝুঁকির পারাপার করছে বাজারসৌ শক্তিপুরের দিক থেকে ভরতপুরের দিকে আসা পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। এলাকাবাসী জানিয়েছেন, এপারের লোহাদহ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত বাজারসৌ স্টেশনের ট্রেন ধরতে যাওয়া কিংবা নিত্য প্রয়োজনে বাজার হাট করতে ওপার যেতে গেলেও তাদেরকে প্রায়ই ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করতে হচ্ছে, নৌকার জন্য দুই পাড়ের যোগাযোগের জন্য যদি একটি সংযোগকারী ব্রিজ নির্মাণ করত প্রশাসন তাহলে তারা উপকৃত হতো। তাদের কোথায় ভোট আছে ভোট যায় রাজনৈতিক নেতা-নেত্রীরা এই ব্রীজ নেতাদের বারংবার প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট পেরোলে সেসব প্রতিশ্রুতি অথৈ জলে চলে যায়। সব মিলিয়ে বাবলা নদীর উপর ব্রিজ না থাকার কারণে কার্যত ঝুঁকির পারাপার করতে হচ্ছে নিত্যদিন এলাকাবাসীদের।

river bridge
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ সাহস উৎসবে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেলো “পলাশীর ষড়যন্ত্র ” সিনেমা

গ্রামবাসী মোজ্জাম্মেল সেখ বলেন, এই ব্রীজ হলে শুধুমাত্র ওই এলাকার মুষ্টিমেয় কিছু গ্রামের সাধারণ মানুষরা উপকৃত হবেন তাই নয় কান্দি মহকুমার সঙ্গে নদীয়া জেলার দূরত্ব অনেকটাই কমবে। দ্রুত ওই এলাকায় একটি ব্রিজ নির্মাণ করার দাবি জানাচ্ছেন এলাকার আট থেকে আশি সকলেই। ভরতপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আবুল হাসনাত জানান তিনি এ বিষয়ে অবগত আছেন দ্রুত ওই ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হবে। ব্রিজ কি আদৌও কোনদিন নির্মাণ হবে লোহাদহ ঘাটে!এখন বড়ো জিজ্ঞাসা চিহ্ন গ্রামবাসীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here