নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
আজ রাজ্যে সাপ্তাহিক পূর্ণ লকডাউন। সেপ্টেম্বর মাসের এটাই প্রথম সাপ্তাহিক লকডাউন। শুধুমাত্র চালু রয়েছে জরুরি পরিষেবা। চলছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিছু গাড়ি। পুলিশি তৎপরতাও চোখে পড়ার মতন। চলছে নথি দেখার কাজও।
সেপ্টেম্বর মাসের প্রথম লকডাউনের দিনে সকাল থেকে ঝাড়গ্রাম শহরে কড়া নজরদারি পুলিশের। শহরের বিভিন্ন প্রান্তে চলছে নাকা চেকিং। চলছে পুলিশি টহলদারি।
তবে লকডাউনের অন্যান্য দিনের মতো একই ছবি ধরা পড়ল সোমবারেও। সার্বিকভাবে রাজ্যের আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকেই ঘরবন্দি শহরবাসী।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় মাদক বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা
একই চিত্র উঠে এল বেলপাহাডি লালগড় ও গোপিবল্লভপুরেও। তবে লকডাউন ভেঙে কেউ রাস্তায় বেরোলেই তাকে পড়তে হচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে। উপযুক্ত নথি দেখালে তবেই মিলছে ছাড়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584