জনধন-উজ্জ্বলা প্রকল্পের টাকা তোলায় দীর্ঘলাইন মহিলাদের,ভিড় সামাল পুলিশের

0
40

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা মোকাবেলায় লকডাউন চলছে সারাদেশে। তার জেরে অসহায় হয় পড়েছে সাধারন মানুষ। তাদের কথা ভেবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে গ্রামগঞ্জে ও শহরের বিভিন্ন এলাকার মহিলাদের জনধন যোজনা ও উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের টাকা দিচ্ছে অ‍্যাকাউন্টের মাধ্যমে।

social distance | newsfront.co
সামাজিক দূরত্ব মেনে লাইন। নিজস্ব চিত্র

আর সেই টাকা তুলতে গ্রাহকদের বিভিন্ন ব্যাংক ও গ্রাহক পরিষেবা কেন্দ্রে সকাল থেকেই দেখা যাচ্ছে উপছে পড়া ভিড়। কার্যত প্রশাসনের নিয়মকে তোয়াক্কা না করেই বিভিন্ন ব্যাংক ও গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় করছেন গ্রাহকরা।

bank line | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সংকট মেটাতে এবার শিবিরে রক্তদান করলো মাদারিহাট থানার পুলিশ-ভলেন্টিয়াররা

আর সেই ভিড় সামলাতে ছুটে আসতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। বৃহস্পতিবার সকাল থেকেই শিতলখুঁচির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে মহিলাদের দীর্ঘলাইন দেখা যায়। অনেকেই সামাজিক দূরত্ব মানছেন, তো অনেকেই মানছেন না।

এই খবর পেতেই শীতলকুচি থানার পুলিশ এসে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লাইনে থাকা মহিলাদের রীতিমতো আবেদন করেন এবং সঠিকভাবে লাইন করাতে সাহায্য করেন। তবে এ বিষয়ে গ্রাহক পরিষেবা কেন্দ্রর সিএসপি সুরজিৎ রায় বলেন, অনেকে ভাবছেন অ‍্যাকাউন্ট থেকে টাকা এখনি না তুললে, হয়তো বা টাকা ফেরৎ চলে যেতে পারে। মূলত এই গুজবের জন্য প্রতিদিন লাইন বাড়ছে গ্রাহকদের।

যদিও গ্রাহক পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে এই গুজবে কান না দেওয়ার জন্য বাইরে নোটিশ লাগানো হয়েছে এবং মানুষকে বোঝানো হচ্ছে অ‍্যাকাউন্টের টাকা কখনো ফেরৎ যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা গ্রাহক পরিসেবা কেন্দ্র থেকে টাকা তুলুন। এ ব্যাপারে পুলিশ এবং ব্লক প্রশাসন যথেষ্ট সাহায্য করছে।

তবে ওই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষেই বলছেন, লকডাউনের মধ্যে যদি সামাজিক দূরত্ব বজায় রাখা না হয়, তাহলে করোনা মোকাবিলা করা অসম্ভব হয়ে যাবে। কারন যদি কোন সংক্রামিত ব্যক্তি ওই লাইনে দাঁড়িয়ে থাকে, তা হলে সেখানে যারা রয়েছে তারা সকলে সংক্রমিত হবে। তাই পুলিশ প্রশাসন যাতে তাদের সামাজিক দূরত্ব বজায় রাখার দিকে নজর দেয় সেই আশাই রাখি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here