নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন ভেঙে বাজারে উপচে পড়ল মানুষের ভিড়। বুধবার সকাল থেকেই হেমতাবাদের বিডিও অফিস সংলগ্ন ও হেমতাবাদ থানার ঢিল ছোঁড়া দূরত্বের বাজারে সামাজিক দূরত্বকে পরোয়া না করে ভিড় জমে ওঠে। ঠাসাঠাসি করে মানুষ বেচাকেনা শুরু করেন। হাতে গ্লাভস কিংবা মুখে মাস্ক না পড়েই, প্রচুর বিক্রেতা পাইকারি দরে মাছ কিনতে সাইকেলের পেছনে হাড়ি বেঁধে ভিড় জমান হেমতাবাদ থানার বিডিও অফিস সংলগ্ন এলাকায়।
আরও পড়ুনঃ মালদহে আবারও করোনা বাহকের হদিস
অন্যদিকে দূরত্ব বজায় রাখতে ভাটলের সবজি বাজারের স্থান বদল করে ফুটবল খেলার মাঠে বাজার চালু হয়েছে। কিন্তু সেই মাঠেও সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করে বাসিন্দারা ঠাসাঠাসি করে হরেক সবজি, মাছ কিনলেন এদিন।
যদিও হেমতাবাদে বাজারে আসা ক্রেতারা জানান, সকাল ১১টার মধ্যে বাজার বন্ধ করে দিতে হচ্ছে, তাই হুড়োহুড়ি করে সবাই একসঙ্গে চলে এসেছেন। সে কারনে ভিড় হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584